বাংলার খবর
রাজ্যের পাঠানো বাজেট অধিবেশনের সুপারিশ ফেরত পাঠালেন রাজ্যপাল!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের সংঘাত যেমন নতুন কিছু নয়, তেমনই থামারও লক্ষণ নেই। গত কয়েক দিন আগেই মুখ্যমন্ত্রীকে রাজভবনে ডেকে পাঠিয়েছেন রাজ্যপাল। অনেকেই হয়তো ভেবেছিলেন সংঘাত কমবে। উল্টে সেই সংঘাত এবার নতুন আকার নিল।
রাজ্যের পাঠানো বাজেট অধিবেশনের সুপারিশ ফেরত পাঠিয়ে দিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। আগামী ৭ মার্চ বিধানসভার অধিবেশন ডাকতে চেয়ে গত ১৭ ফেব্রুয়ারি রাজ্য সরকারের পক্ষ থেকে একটি ফাইল পাঠানো হয়েছিল রাজভবনে। কিন্তু সেই ফাইল সই না করেই ফিরিয়ে দিলেন রাজ্যপাল। আর তাই নিয়ে শুরু হয়েছে নতুন করে বিতর্ক। রাজ্যপালের অভিযোগ, নিয়ম অনুযায়ী ফাইল তাঁর কাছে পাঠানো হয়নি। রাজ্যপালের দাবী, কার্যত এই ফাইলে মুখ্যমন্ত্রীর অনুমতি থাকার কথা বলা হয়েছে। কিন্তু বাজেট অধিবেশনের সিদ্ধান্ত মন্ত্রীপরিষদের বৈঠকে নিতে হবে। যদিও ফাইল ফিরিয়ে দেওয়া নিয়ে এখনও পর্যন্ত পাল্টা কোনও মন্তব্য শোনা যায়নি রাজ্য সরকারের পক্ষ থেকে।
তবে এই নিয়ে যে রাজ্য এবং রাজ্যপালের সংঘাত চরমে উঠবে, তা নিঃসন্দেহে বলা যায়। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতি নিয়েই বিধানসভার অধিবেশন ডাকার জন্য রাজ্যপাল জগদীপ ধনকরের কাছে সুপারিশ করেছিলেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাতে আগামী ৭ মার্চ দুপুর ২ টোয় বিধানসভার বাজেট অধিবেশন ডাকার জন্য বলা হয়েছিল। কিন্তু, সেই সুপারিশ ফেরত পাঠিয়ে দিয়েছেন রাজ্যপাল। রাজ্যপালের বক্তব্য, তিনি ১৭ ফেব্রুয়ারি ওই সুপারিশটি পান। এবং এই সুপারিশটি সম্পূর্ণ অসাংবিধানিক। সংবিধানের ১৬৬ (৩) ধারার উল্লেখ করে রাজ্যপাল টুইটারে লিখেছেন, ‘সংবিধান অনুযায়ী, একমাত্র রাজ্য মন্ত্রীসভার অনুমোদনের পরই বিধানসভার অধিবেশন ডাকার জন্য সুপারিশ করতে পারেন পরিষদীয় মন্ত্রী। কিন্তু, পরিষদীয় মন্ত্রী যে সুপারিশটি রাজভবনে পাঠিয়েছেন, তাতে মন্ত্রীসভার অনুমোদনের বিষয়টি কোথাও উল্লেখ করা হয়নি। যা সম্পূর্ণ সংবিধানের পরিপন্থী।’