সুবিধামতো মুখ্যমন্ত্রীকে রাজভবনে আসার আমন্ত্রণ জানিয়ে চিঠি দিলেন রাজ্যপাল
Connect with us

বাংলার খবর

সুবিধামতো মুখ্যমন্ত্রীকে রাজভবনে আসার আমন্ত্রণ জানিয়ে চিঠি দিলেন রাজ্যপাল

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রাজ্য বনাম রাজ্যপালের সংঘাত দীর্ঘদিন ধরেই চলছিল। কিন্তু তা চরমে পৌঁছেছে নতুন বছর থেকেই। এবার রাজ্য বনাম রাজ্যপালের সংঘাতে নয়া মাত্রা যোগ হল। এই চরম আবহের মধ্যেই এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজভবনে ডেকে পাঠালেন রাজ্যপাল জগদীপ ধনকর।

এরপরই রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে, এবার কি তাহলে রাজ্য সরকার এবং রাজ্যপালের সংঘাত মিটতে চলেছে? বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য আগামী সপ্তাহে সুবিধামতো সময়ে রাজভবনে আসার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। বৃহস্পতিবার টুইট করে সে কথা নিজেই জানিয়েছেন রাজ্যপাল। সুতরাং বোঝাই যাচ্ছে রাজ্যপাল রাজ্য সরকারের সঙ্গে আর সংঘাতে যেতে চাইছেন না। এখন প্রশ্ন উঠছে, তাহলে কি মুখ্যমন্ত্রী রাজভবনে যাবেন রাজ্যপালের সঙ্গে আলোচনা করতে। বিভিন্ন মহল থেকে আশা করা হচ্ছে মুখ্যমন্ত্রী যাবেন এবং আলোচনা করবেন। তাতে রাজ্য এবং রাজ্যপাল সংঘাত মিটবে। গত কয়েক বছর ধরেই রাজ্য এবং রাজ্যপাল সংঘাত দেখছে রাজ্যের মানুষ। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর তা আরও মারাত্বক রূপ নেয়।

নির্বাচন পরবর্তী হিংসায় আক্রান্তদের পাশে ছুটে গিয়েছেন রাজ্যপাল। এছাড়া বিভিন্ন বিল নিয়ে দুই পক্ষের তরফে বিবৃতি, পাল্টা বিবৃতি দেখা গিয়েছে। এমনকি মুখ্যমন্ত্রী প্রাকাশ্যে টুইটে রাজ্যপালকে ব্লক করার কথা বলছেন। রাজ্যপালও পাল্টা বলেছিলেন, রাজ্যে আইনের শাসন নেই, শাসকের আইন চলছে। গত কয়েকদিন আগেই ‘মা ক্যান্টিন’ নিয়েও আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছেন রাজ্যপাল। সংসদের বাজেট অধিবেশনে রাজ্যপালকে পদ থেকে সরানোর আর্জি নিয়ে তৃণমূল সাংসদরা একাধিকবার সরব হয়েছেন। এমনকী তাঁরা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর কাছেও বিষয়টি নিয়ে কথা বলার পাশাপাশি সংসদে স্বতন্ত্র প্রস্তাবও আনেন। এখন দেখার মুখ্যমন্ত্রী রাজভবনে যান কি না। এর আগেও একাধিকবার সরকার এবং প্রশাসনের বিভিন্ন আধিকারিকদের, এমনকি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের রাজভবনে ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল।

Advertisement

কিন্তু কাউকেই সেই তলবে সাড়া দিয়ে রাজভবন মুখো হতে দেখা যায়নি। সেই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে আক্রমণ করে বলেছিলেন, মুখ্যসচিব সহ সরকারি আমলা, এসপি ডিজি, ভাইস চ্যান্সেলর, যাকে যখন পারছে রাজভবনে ডেকে পাঠাচ্ছেন রাজ্যপাল। না গেলে হুমকি দিচ্ছেন। আমরা উনার চাকর নই।’ তাই রাজ্যপালের আমন্ত্রণে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রী রাজভবনে আদৌ যাবেন কিনা, তা নিয়েও যথেষ্ট প্রশ্ন রয়েছে। সেই চিঠিতে রাজ্যপাল লিখেছেন, ‘দীর্ঘ দিন হয়ে গেল বিভিন্ন বিষয়ে তোলা একাধিক বৈধ প্রশ্নের জবাব মিলছে না। বেশ কিছু বিষয়ে অবিলম্বে আলোচনা দরকার। আপনার অবস্থানের জন্য গণতন্ত্র ও সংবিধানকে সুরক্ষিত রাখতে আমার উদ্যোগ ব্যর্থ হচ্ছে। যা সাংবিধানিক অচলাবস্থার পথে নিয়ে যেতে পারে। আগামী সপ্তাহে আপনার সুবিধামতো যে কোনও সময়ে রাজভবনে আসুন।’

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.