বাংলার খবর
রাজ্যপাল ফোন করেন? প্রশাসনিক বৈঠকে পূর্ব মেদিনীপুরের এসপি কে সরাসরি প্রশ্ন মুখ্যমন্ত্রীর

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠক থেকে পূর্ব মেদিনীপুরের এসপি অমরনাথকে কড়া ভাষায় ধমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বনাম রাজ্যপাল সংঘাত চরমে পৌঁছেছে। বুধবার নেতাজি ইন্ডোরে দলের সাংগঠনিক নির্বাচনের মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল জগদীপ ধনকরকে তীব্র আক্রমণ করেছিলেন।
তিনি বলেছিলেন, রাজ্যপাল যখন তখন এসপি, ডিএম সহ অন্যান্য পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের ফোন করে ডেকে পাঠান ও বিভিন্ন নির্দেশ দেন। বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠকে পূর্ব মেদিনীপুরের এসপি অমরনাথকে সরাসরি মুখ্যমন্ত্রী জিজ্ঞাসা করেন, রাজ্যপাল ফোন করে তাঁকে কোনও নির্দেশ দিচ্ছেন কি না, রাজনৈতিক চাপের মুখে কাজ করতে ভয় পাচ্ছেন কি না। সম্প্রতি হলদিয়া শিল্পাঞ্চলে তোলাবাজির অভিযোগে পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় তৃণমূলের শ্রমিক সংগঠনের দুই নেতাকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠকে সেই প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র ভর্ৎসনা করেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথকে। মুখ্যমন্ত্রী বলেছেন, ‘আপনার জেলা সম্পর্কে আমি অভিযোগ পাচ্ছি। কাউকে সাজিয়ে পরিকল্পিত ভাবে দাঙ্গা লাগানোর চেষ্টা করা হচ্ছে।
অনেকদিন আপনাদের বলেছি। কিন্তু আপনারা কিছু করেননি। তার পর আমি হস্তক্ষেপ করেছি। যারা দাঙ্গা করে তারা হিন্দু বা মুসলিম নয়। কোনও ধর্ম নেই তাদের। কোনও কোনও রাজনৈতিক নেতা পিছন থেকে ইন্ধন দেয়, তাই দাঙ্গা হয়। সুতরাং এটা আপনাকে কড়া ভাবে দেখতে হবে।’ মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনে পুলিশসুপার অমরনাথ বলেন, ‘আমরা ইতিমধ্যেই তদন্ত করেছি। ব্যবস্থাও নিয়েছি।
‘ এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আপনাকে কি গভর্নর ফোন টোন করেন? এটা করবে না, সেটা করবে না- বলেন? জানি করলেও এখন আপনি বলবেন না! তবে আপনার ওসব দেখার দরকার নেই। আপনি রাজ্য সরকারের কাজ করছেন, ঠিক আছে? আপনি আপনার মতো কাজ করবেন। আপনি খুব ভালোভাবে কাজ করবেন বলেই কিন্তু ওখানে দিয়েছিলাম। কিন্তু অভিযোগ পেলাম হলদিয়াতেও। বাধ্য হয়ে দু’জনকে অ্যারেস্ট করে সরাতে হল। ওরা কাজ করতে অসুবিধা করছিল এক্সাইড ইন্ডাস্ট্রিতে। এটা আমাকে কেন দেখতে হবে আপনারা থাকতে? আপনি নিজে দেখুন এগুলো। আপনার যদি মনে হয় কাজ করতে অসুবিধা হচ্ছে রাজনৈতিক চাপের জন্য, আমাকে সরাসরি বলতে পারেন। কেউ আপনাদের বলে দেবে এটা করবে না, ওটা করবে না— তা শুনবেন না।’ মুখ্যমন্ত্রী যে রাজ্যপালকে ঈঙ্গিত করেই পুলিশ সুপারকে কথাগুলো বলেছেন, তা আর বলার অপেক্ষা রাখে না।