দলের প্রধানের স্কুটিতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল প্রাক্তন বিধায়ক পুত্রের বিরুদ্ধে
Connect with us

দেশের খবর

দলের প্রধানের স্কুটিতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল প্রাক্তন বিধায়ক পুত্রের বিরুদ্ধে

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গোষ্ঠী কোন্দল মেটার লক্ষন নেই কোচবিহার জেলা তৃণমূলে। এবার দলেরই প্রধানকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষের ছেলে পঙ্কজ ঘোষের বিরুদ্ধে! এমনকী হুমকির পরপরই প্রধানের বাড়ির সামনে রাখা স্কুটিতে কে বা কারা আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ।

গোটা ঘটনায় এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। অন্দরান ফুলবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান মণীন্দ্রনাথ মণ্ডল অভিযোগ করেছেন, ‘বুধবার আমি যখন পঞ্চায়েত কার্যালয়ে ছিলাম সেই সময় পঙ্কজ বাবু কার্যালয়ে এসে আমার সঙ্গে দেখা করেন। আমাকে তিনি হুমকি দিয়ে বলেন, ওনার বাবার জন্যই নাকি আমি প্রধান হতে পেরেছি।

এরপর সন্ধ্যায় আমি যখন বাড়ির বাইরে ছিলাম, সেসময়ে আমার বাড়িতে একদল যুবক আসে। তারা আমাকে বাড়িতে আসতে বলেন। আমি স্কুটি নিয়ে বাড়ি ফিরে আসি। বাড়িতে কিছু সময় থাকার পরে হঠাৎ দেখি বাড়ির সামনে রাখা স্কুটিতে আগুন জ্বলছে।’ এদিকে প্রধানকে হুমকি দেওয়ার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন পঙ্কজ বাবু। তাঁর দাবি, ‘আমি একজন জেলা পরিষদের সদস্য। প্রয়োজনীয় আলোচনার জন্য বিডিওর সঙ্গে দেখা করেছি।’

Advertisement