বাংলার খবর
তৃণমূলে যোগ দিলেন কোচবিহারের প্রাক্তন বাম কাউন্সিলর

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: একুশের বিধানসভা নির্বাচনের পর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার হিড়িকের মধ্যেই এবার বামফ্রন্টে ফাটল। কোচবিহার জেলা ব্লক তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিকের হাত ধরে কোচবিহার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মায়া সাহা বামফ্রন্ট ছেড়ে তৃণমূলে যোগ দিলেন।
পাশাপাশি ১৪ নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মী গোবিন্দ নাথ বসুনিয়াও তৃণমূলে ফিরলেন। গোবিন্দ নাথ বসুনিয়া কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে দিল্লি গিয়ে একসাথে বিজেপিতে যোগদান করেছিলেন। মঙ্গলবার অভিজিৎ দে ভৌমিকের পার্টি অফিসে তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। এই দু’জনের হাত ধরে প্রায় ৫০ জন তৃণমূলে যোগদান করেন। তৃণমূলের ফিরেই গোবিন্দ নাথ বসুনিয়া কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে কটাক্ষ করে বলেছেন, ‘বিজেপির কাজ-কর্মের কোনও আগা-মাথা নেই। নেই কোনও উন্নয়নমূলক কাজকর্ম। তাই দল ছাড়তে বাধ্য হলাম।
মন্ত্রী হওয়ার পরও মানুষের পাশে দেখা যায়না নিশীথ প্রামানিককে। দিনহাটার উপনির্বাচনের ফলাফল তো আপনারা দেখলেন। মন্ত্রী নিজের বুথে কতগুলো ভোট পেয়েছেন, সকলেই জানে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নের শামিল হতে আমি তৃণমূলে যোগ দিলাম।’ সামনের পৌর ভোটকে উদ্দেশ্য করে কোচবিহার জেলার ব্লক তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেছেন, ‘এই পৌরভোটের আগে যেভাবে বিভিন্ন দল থেকে সবাই তৃণমূলে যোগদান করছেন, তাতে কুড়িটি আসনের মধ্যে কুড়িটি আসনেই এবার তৃণমূল জিতবে। সব দল থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে শামিল হতে তৃণমূলে যোগ দেওয়ার হিড়িক পড়ে গিয়েছে। আমরা বেছে বেছে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যোগদান করাচ্ছি। মায়া সাহা ও গোবিন্দনাথ বসুনিয়া আগামী পুরভোটে নিজেদের কাজ করবেন। এতে আমরা উপকৃত হব।’