মাছের ঝাপটায় প্রাণ হারালেন জেলে!
Connect with us

ভাইরাল খবর

মাছের ঝাপটায় প্রাণ হারালেন জেলে!

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : একেই বলে উলট পুরাণ! জেলের হাতেই মাছের মৃত্যু হয়। কিন্তু এবার মাছের হাতেই মৃত্যু হল জেলের! মাছের আঘাতে জেলের প্রাণ হারানোর ঘটনা সত্যিই বিরল। বিস্ময়কর হলেও এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বাংলাদেশের বুধবারীবাজারের কালিজুরি গ্রামে। গত সোমবার সকালে কালিজুরি গ্রামের কুশিয়ারা নদীতে মাছ ধরতে গিয়েছিলেন বছর ৫০-এর আবদুল হক। তখনই তাঁর জালে একটি বড়সড় বাউশ মাছ ধরা পড়ে।

তিনি মাছটিকে দুহাতে তুলে নিয়ে পাড়ে উঠতে গেলে মাছটি আবদুলের বুকে কাঁটা বসিয়ে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় আবদুলের। ঘটনার আকস্মিকতায় কার্যত হতবাক এলাকাবাসীরাও। আবদুলের অকাল প্রয়াণে তাঁর পরিবারের পাশাপাশি গোটা গ্রামেই নেমে এসেছে শোকের ছায়া।

Continue Reading
Advertisement