খেলা-ধূলা
আশঙ্কাই সত্যি! হৃদযন্ত্রে সমস্যার জন্য চোখের জলেই ফুটবলকে বিদায় জানালেন সার্জিও আগুয়েরো

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আশঙ্কাই সত্যি হল। হৃদযন্ত্রে গুরুতর সমস্যার জন্য ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো। চোখের জলেই শেষ হল ১৮ বছরের ফুটবল কেরিয়ার। বুধবার বিকেলে সাংবাদিক সম্মেলন করেই ফুটবলকে চিরবিদায় জানালেন আর্জেন্টেনিয়ান তারকা। ম্যাঞ্চেস্টার সিটিতে ১০ বছর সাফল্যের সঙ্গে খেলার পর চলতি মরসুমে বার্সেলোনায় ফ্রি ট্রান্সফারে সই করেছিলেন আগুয়েরো।
লিওনেল মেসির জায়গায় তাঁকে নিয়ে এসেছিল বার্সা। কিন্তু কাফ মাসলে চোটের জন্য মরসুমের শুরুর দিকে খেলতে পারেনি। বার্সেলোনার হয়ে পঞ্চম ম্যাচে নেমেই হৃদযন্ত্রের সমস্যায় আক্রান্ত হন তিনি। গত ৩০ অক্টোবর আলাভেসের বিরুদ্ধে ম্যাচের ৪২ মিনিটে মাঠ ছেড়ে উঠে যান আগুয়েরো। তখনই জানা যায়, তাঁর হৃদযন্ত্রে গুরুত্য কোনও সমস্যা হয়েছে। জানা যায়, আগুয়েরো নাকি কার্ডিয়াক অ্যারিথমিয়াতে ভুগছেন। যার ফলে তাঁর ফুটবল-জীবন ঝুঁকির মধ্যে রয়েছে।নানা পরীক্ষার পর হৃদরোগের সমস্যা ধরা পড়ে। কিন্তু তখনও বোঝা যায়নি যে, ৩৩ বছরের ফুটবলারের কেরিয়ার এত সংক্ষিপ্ত হতে চলেছে! ১৮ বছরের কেরিয়ারে দেশ ও ক্লাবের হয়ে ৪০০’রও বেশি গোল করা আগুয়েরো বুধবার বার্সেলোনা আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে নিজের ফুটবল ছাড়ার কথা ঘোষণা করতে গিয়ে বলেছেন, ‘মাঠে ফেরার আপ্রাণ চেষ্টা করেছি। খুব কঠিন সময় কাটিয়েছি। শেষ পর্যন্ত নিজের কথা ভেবে এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।
১০ দিনে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়ছি। যে পরিস্থিতির মধ্যে পড়েছিলাম, সেখান থেকে বেরিয়ে আসার জন্য অনেক চেষ্টা করেছি। কী ভাবে মাঠে থাকতে পারি, কী ভাবে ফুটবল খেলতে পারি, তার আপ্রাণ চেষ্টা চালিয়েছি। কিন্তু একটা সময় বুঝতে পেরেছিলাম, আমার কোনও চেষ্টাই কাজে লাগবে না। গত ১৮ বছরে যে ফুটবল জীবন কাটিয়েছি, তার জন্য আমি গর্বিত। পাঁচ বছর বয়সে প্রথম বল ছোঁয়ার পর থেকেই পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্ন দেখেছি। ১৮ বছর বয়সে আমাকে সই করানোর জন্য অ্যাটলেটিকো মাদ্রিদকে ধন্যবাদ জানাই। ম্যাঞ্চেস্টার সিটির ব্যাপারে নতুন করে আমার আর কিছু বলার নেই। সকলেই জানেন ম্যানসিটিতে আমি কত ভালো ভালো সময় কাটিয়েছি। মাথা উঁচু করেই ফুটবল জীবন শেষ করতে পারছি, এটাই সব থেকে আনন্দের। অনেক স্মৃতি রয়ে গেল।’ আগুয়েরোর হঠাৎ করেই ফুটবল কেরিয়ার শেষ হয়ে যাওয়ায় তাঁর ভক্তদের পাশাপাশি অবাক গোটা বিশ্ব ফুটবল।