বাংলার খবর
বাবার বিরুদ্ধেই মেয়েকে ধর্ষণ করার অভিযোগ উঠল!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ১৫ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে! ডুয়ার্সের মেটলি ব্লকের একটি চা বাগান এলাকার ঘটনা। বর্তমানে ওই নাবালিকা তিন থেকে চার মাসের অন্তঃসত্ত্বা বলে স্থানীয় সূত্রে খবর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাজের জন্য বাড়ির বাইরে থাকতেন ওই নাবালিকার মা। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে নিজের মেয়েকে দিনের পর দিন ধর্ষণ করত বাবা! এবং সেই কথা বাইরে কাউকে বলে দিলে মেয়েকে প্রাণে মেরে ফেলারও হুমকি বাবা দিত বলে অভিযোগ।
যেখানে মেয়েদের অন্যতম সুরক্ষিত জায়গা নিজের বাবা, সেখানে বাবাই রক্ষক থেকে ভক্ষক হয়ে ওঠায় অবাক সকলেই। তবে এই ঘটনা জানতে পেরে প্রতিবেশীরাই তড়িঘড়ি খবর দেন মেটেলি থানায়। এরপর মেটলি থানার পুলিশ এসে ওই নাবালিকা উদ্ধার করে এবং বাবাকে গ্রেফতার করে নিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেয়েটির স্বাস্থ্য পরীক্ষার জন্য ইতিমধ্যেই মাল সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয় এবং সেখান থেকে তাকে জলপাইগুড়ির এক হোমে পাঠানো হয়। অভিযুক্ত বাবাকে বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হলে বিচারপতি তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।