পশ্চিমবঙ্গ
প্রিয়জনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এলো যশ ও নুসরাত এর পরিবারে

বেঙ্গল এক্সপ্রেস: নিজের সন্তানের মত মানুষ করে ছিল তাকে। কিন্তু সে এখন আর নেই। নুসরাত জাহান এবং যশের আদরের পোষ্য হ্যাপি আর নেই। হ্যাপি আসলে যশ এর পোষ্য ছিল। কিন্তু যবে থেকে নুসরাত জাহান যশের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তবে থেকে তাদের আদরের ছেলেই হয়ে উঠেছিলেন হ্যাপি।
হ্যাপি মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে যশ ও নুসরাতের জীবনে। আর এমন দুঃসময়ে হাত বাড়িয়ে দিয়েছেন নুসরাত জাহানের প্রিয় বান্ধবী মিমি চক্রবর্তী। কিছু মাস আগে একই রকম শোকের মধ্যে দিয়েও গিয়েছিলেন মিমি চক্রবর্তী। মিমি চক্রবর্তী আদরের পোষ্য হঠাৎ করে মারা যায়। মিমির পাশাপাশি জুন মালিআও পাঠিয়েছেন অনেক ভালোবাসা। শুধুমাত্র জুন, মিমি ও নুসরাতের মন খারাপ না নায়িকাদের পাশাপাশি অনুরাগেরদেরও হয়েছে অনেক মন খারাপ। ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়ার দৌলতে তারাও চিনতে পেরেছিল হ্যাপিকে। দুমাস আগের ঘটনা একটি সোশ্যাল মিডিয়ার ছবি পোস্ট করে ক্যাপশনে নুসরাত লিখেছিলেন “আমি ওর সঙ্গে আমার সিক্রেট শেয়ার করি, সবচেয়ে মজার কথা হল ও কাউকে বলে দেয় না আমার। আমার বাচ্চা ও আমার সন্তান”।
আরও পড়ুন-হিজাবি বিক্ষোভে এক মাসে ১৪২ জনকে মৃত্যুদন্ড দিয়েছে ইরান
নুসরাত ইনস্টাগ্রামে একটি পোস্টে লিখেন যে, “আমাদের ছেলে হ্যাপি স্মৃতিতে আমাদের পরিবার এখন একজনের অভাব রাত দিন অনুভব করে, আমরা জানি এটা মেনে নিতে সময় লাগবে”। “তোমার সঙ্গে সঙ্গে আমাদের জীবনের একটা অংশ যেন চলে গিয়েছে, তুমি আমাদের জীবনে প্রতিদিন কতটা সুখ ও আনন্দ দিয়েছো আমাদের সঙ্গে চলেছো প্রতিদিন আজ হয়তো দেখা যাচ্ছে না শোনা যাচ্ছে না কিন্তু তুমি আমাদের সঙ্গেই রয়েছ আজও ভালবাসি আজও তোমার অভাব বোধ করি আর সারা জীবন করব”।