বাঁকুড়ার বড়জোড়ায় অভিযান চালিয়ে বেআইনি পোস্ত খেত নষ্ট করল আবগারি দফতর
Connect with us

বাংলার খবর

বাঁকুড়ার বড়জোড়ায় অভিযান চালিয়ে বেআইনি পোস্ত খেত নষ্ট করল আবগারি দফতর

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : বাঁকুড়ায় আবারও বেআইনি পোস্ত চাষের অভিযোগ উঠল। বৃহস্পতিবার জেলা আবগারি দফতর ও বড়জোড়া থানা যৌথ অভিযান চালিয়ে ৬০ বিঘা জমি জুড়ে বেআইনি পোস্ত খেত নষ্ট করল।

বেআইনি পোস্ত চাষের বিরুদ্ধে এই ধরণের অভিযান ভবিষ্যতেও চলবে বলে জানিয়েছে আবগারি দফতর। দামোদরের মানাচরে বেআইনী পোস্ত চাষের সন্ধান পেল বাঁকুড়া জেলা আবগারি দফতর। গত জানুয়ারি মাস থেকেই কয়েকশো একরে বেআইনি পোস্ত গাছ ট্রাক্টর দিয়ে নষ্ট করেছিল প্রশাসন। তেমনই এবারেও জেলা আবগারি দফতর বাঁকুড়ার বড়জোড়া থানার পিংরুই মৌজার দামোদর মানাচরে বেআইনি পোস্ত খেত নষ্ট করে দিল। ড্রোনের সাহায্যে অবৈধ পোস্ত চাষ হচ্ছে বলে সন্ধান পায় আবগারি দফতর।

তারপরই বড়জোড়া থানার আইসির নেতৃত্বে বৃহস্পতিবার দামোদরের দুর্গাপুর ব্যারেজ থেকে স্পীড বোট নিয়ে মানাচরে পৌঁছান আবগারি দফতরের কর্তারা। সঙ্গে ছিল বিশাল পুলিশ বাহিনী। আবগারি দফতরের ডেপুটি এক্সাইজ কালেক্টর বিশ্বজিৎ ভক্ত জানিয়েছেন, আনুমানিক ৬০ বিঘা খাস জমিতে প্রায় ৯ লক্ষ পোস্ত গাছ ট্রাক্টর ও শ্রমিক দিয়ে নষ্ট করা হয়েছে। অবৈধ পোস্ত চাষের বিরুদ্ধে এই অভিযান চলবে বলে জানিয়েছেন তিনি।

Advertisement
Continue Reading
Advertisement