বাংলার খবর
লাটাগুড়ি বাজারে পৌঁছে গেল হাতির দল! এলাকায় জারি ১৪৪ ধারা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: লোকালয়ে আটকে পড়ল শাবক সহ দশটি হাতির একটি পাল। বৃহস্পতিবার সকালে লাটাগুড়ি বাজার পাড়ায় এই হাতির পালকে ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়াল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বন দফতর ও পুলিশকর্মীরা।
হাতির তাড়ায় পালাতে গিয়ে অল্প বিস্তর আহত হন বেশ কয়েকজন গ্রামবাসী। সমস্ত লাটাগুড়ি গ্রাম পঞ্চায়েতে ১৪৪ ধারা জারি করেছেন জেলা শাসক। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে লাটাগুড়ি বাজার সংলগ্ন একটি তেজপাতা বাগানে প্রথমে হাতির দলটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষ সেখানে ভিড় জমান।
ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছয় বন দফতরের রামসাই মোবাইল রেঞ্জ ও খুনিয়া রেঞ্জের বনকর্মীরা। মানুষের ভিড় সামলাতে হিমশিম খেয়ে যায় বন দফতর। এখনও পর্যন্ত হাতির পালটি ওই তেজপাতা বাগানেই রয়েছে বলে জানা গিয়েছে। জাতীয় সড়ক আটকে হাতির পালটিকে জঙ্গলে ফেরত পাঠানোর চেষ্টা করছেন বনকর্মীরা।