বাংলার খবর
বাড়িতে ঢুকে দু’জনকে আছড়ে মারল হাতি!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ভালুকের আতঙ্ক কাটতে না কাটতে এবার হাতির আতঙ্ক।হাতির হানায় মারা গেলেন দু’জন। শুক্রবার ভোরে এই মর্মান্তিক ঘটনা ঘটে মালবাজার মহকুমার মেটেলী ব্লকের বাতাবাড়ী ১ নং গ্রাম পঞ্চায়েত এলাকায়। মৃতদের নাম আগনু ওরাঁও (৪২) ও বিজয় ওরাঁও (৩২)।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, একটা দাঁতাল হাতি জঙ্গল থেকে বেরিয়ে ঢুকে পড়ে ইনডং বস্তীর কাষ্টুধুরা এলাকায়। ধান খাবার লক্ষ্যে প্রথমে ঢোকে আগনু ওরাঁওয়ের বাড়িতে। হাতি এসেছে বুঝতে পেরে আগনু পালানোর চেষ্টা করলে হাতিটি শুঁড় দিয়ে টেনে আছাড় মারে। ঘটনাস্থলেই মারা যান আগনু। সেখান থেকে হাতিটি সোজা চলে আসে ১৯ নং লাইনে। বাড়ি ভেঙে বিজয় ওরাঁওকে টেনে বের করে শুঁড় দিয়ে। কিছু দূরে নিয়ে গিয়ে আছড়ে মেরে ফেলে। এই দুই মর্মান্তিক ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। মেটেলী থানার পুলিশ এসে মৃতদেহ দু’টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি পাঠানোর ব্যবস্থা করে। বারবার হাতি, ভালুক হানা এবং প্রাণ যাওয়ার ঘটনায় মানুষ ক্ষোভে ফুটছে।