দেশের খবর
যুদ্ধের প্রভাব মহার্ঘ সোনা! আন্তর্জাতিক বাজারে বেড়ে গেল সোনার দাম

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : যুদ্ধের দামামা বেজে গিয়েছে রাশিয়া-ইউক্রেন সীমান্তে। টালমাটাল অবস্থা আন্তর্জাতিক বাজারের। রাশিয়া যুদ্ধ ঘোষণা করতেই চড়চড় করে আন্তর্জাতিক বাজারে বাড়ছে সোনার দাম।
কলকাতার বাজারেও এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছে বিশেষজ্ঞ মহল। বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে সোনার দাম একলাফে ২ শতাংশ বেড়েছে। একবছরের হিসাবে যা সর্বোচ্চ। এদিন তাৎক্ষণিকভাবে সোনার দাম ১.৭ শতাংশ বেড়েছে। আউন্স প্রতি দাম ১৯৩৯.৯৭ মার্কিন ডলার। ২০২১ সালের জানুয়ারি মাসে আউন্স প্রতি দাম ছিল ১৯৪৮.৭৭ মার্কিন ডলার। দাম বাড়ছে ফিউচার গোল্ডেরও।
মার্কিন যুক্তরাষ্ট্রে ফিউচার গোল্ডের দাম আউন্স প্রতি বেড়েছে ১.৮ শতাংশ। বর্তমান দাম ১৯৪৩.৯০ মার্কিন ডলার। যুদ্ধ পরিস্থিতির মাঝেই সোনার দামে এত বড় বদল আসায় প্রভাব পড়তে পারে সারা বিশ্বের সোনা ব্যবসায়। কলকাতার বাজারে সোনার দাম ওঠানামা করছে। যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ব বাজারে সোনার দামে এই পরিমাণ বদল কী প্রভাব ফেলবে কলকাতার বাজারে তা নিয়ে উদ্বেগে রয়েছে ব্যবসায়ী মহল।