পিছু ছাড়ছে না অর্থনৈতিক সংকট ,মানিব্যাগে এই জিনিসগুলি নেই তো
Connect with us

লাইফ স্টাইল

পিছু ছাড়ছে না অর্থনৈতিক সংকট ,মানিব্যাগে এই জিনিসগুলি নেই তো

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : মানিব্যাগ যেনো সব সময় ভর্তি থাকে সেটাই আমরা চাই। কিন্তু অনেক সময় এমন হয় যে আমরা না চাইলেও মানিব্যাগ খালি হয়ে যায়।কিছুতেই অর্থ রাখা সম্ভব হয় না। আর তারফলে দেখা দেয় অর্থনৈতিক সংকট।কিন্তু কিছু বিষয় মানলে বা মাথায় রাখলে এই সমস্যা থেকে রেহাই পাওয়া যেতে পারে। আসুন জেনে নি সেই কটি বিষয় –

পূর্বপুরুষদের ছবি

অনেকেই বাড়িতে পূর্বপুরুষদের ছবি রাখেন। আবার তেমন ভাবেই মানিব্যাগেও পূর্বপুরুষদের ছবি রেখে থাকেন। কিন্তু মানিব্যাগে পূর্বপরুষদের ছবি রাখা মোটেও শুভ নয়। মানিব্যাগে এই ধরণের ছবি রাখলে অর্থ কিন্তু থাকে না। তাই পূর্বপুরুষদের ছবি না রাখাই উচিত মানিব্যাগে।

Advertisement

চাবির গোছা

মানিব্যাগে ভুলেও রাখবেন না চাবির গোছা। আমরা অনেক সময়ই ব্যাগের ভিতর এই জিনিসটি রেখে থাকি। কিন্তু এটি মোটেও রাখা ঠিক নয়। অর্থনৈতিক সংকট কিন্তু পিছু ছাড়বে না এই জিনিসটি মানিব্যাগে রাখলে। তাই চাবির গোছা মানিব্যাগ থেকে দূরে রাখুন।

মা লক্ষ্মীর ছবি

Advertisement

অনেকেই মানিব্যাগে বিভিন্ন দেবদেবীর ছবি রেখে থাকেন। কিন্তু সেটা ঠিক নয় ,বিশেষত মা লক্ষ্মীর ছবি কিন্তু ভুলেও মানিব্যাগে রাখবেন না। এতে মা লক্ষ্মী ক্রূদ্ধ হন।

পূজার ফুল

দেবদেবীর ছবির সঙ্গে সঙ্গে পূজার ফুলও কিন্তু একই ভাবে রাখা উচিত নয় মানিব্যাগে।অর্থনৈতিক পরিস্থিতি ভালো হবার পরিবর্তে কিন্তু আরো খারাপ হবার সম্ভাবনা থাকে। তাই পূজার ফুল রাখবেন না মানিব্যাগে।

Advertisement

 

Continue Reading
Advertisement