"দ্যা ডায়েরি অব দা ওয়েস্ট বেঙ্গল," বাংলার কাহিনী কি বাংলায় নিষিদ্ধ হবে, এবার জানুন বিস্তারিত
Connect with us

বাংলার খবর

“দ্যা ডায়েরি অব দা ওয়েস্ট বেঙ্গল,” বাংলার কাহিনী কি বাংলায় নিষিদ্ধ হবে, এবার জানুন বিস্তারিত

Dwip Narayan Chakraborty

Published

on

The Diary of West Bengal
Rate this post

বেঙ্গল এক্সপ্রেস: “দ্যা ডায়েরী অফ ওয়েস্ট বেঙ্গল,” রাইট এন্ড ডাইরেক্টড বাই সানোজ মিশ্রা।নাম শুনে আতকে উঠলেন তো। ভাবছেন আরেক টা! হ্যাঁ কাশ্মীরি ফাইল, কেরল স্টোরি এরপর এবার বড় পর্দায় আসছে পশ্চিমবঙ্গ। 

 

তবে পশ্চিমবঙ্গ এর জন্য ফাইল বা স্টোরিতে কাজ চলবে না, বাংলার কাহিনীর জন্য লাগবে এক ডায়েরি। তাই এবার প্রস্তুত “দ্যা ডায়েরী অফ ওয়েস্ট বেঙ্গল”। “দ্যা ডায়েরী অফ ওয়েস্ট বেঙ্গলে”র ট্রেলার প্রায় একমাস আগেই ইউটিউবে পোস্ট করা হয়েছে। সেই ভিডিওটি চার লক্ষ মানুষ দেখেছে। সনজ মিশ্রের পরিচালনায় তৈরি করা হয়েছে এই ছবি। ছবিতে তুলে ধরা হয়েছে, বাংলার রাজনৈতিক পরিস্থিতিকে। কাশ্মীরি ফাইলস, কেরালা স্টোরি এর মত বেঙ্গল ডাইরি নিয়েও হচ্ছে অনেক বিতর্ক। আর এই কারণেই সনজ মিশ্র কে পুলিশ ধরে নিয়ে গেছে।

Advertisement

 

আরও পড়ুন-বন্ধ হতে চলেছে জনপ্রিয় টিভি সিরিয়াল মিঠাই। অসুস্থ মিঠাই নিজেই জানালেন এ খবর

আগামী 30 শে মে তাকে তদন্তকারী অফিসারের সামনে হাজিরা দিতে হবে। এক ব্যক্তি কলকাতার আমর্হাস্ট থানায় ১১ই মে একটি অভিযোগ দায়ের করেছেন। তার মতে এই ছবির মাধ্যমে বাংলার ভাবমূর্তি এবং সম্প্রীতি নষ্ট করা হচ্ছে। সনজের পাশাপাশি যেই ইউটিউব একাউন্টের মাধ্যমে ট্রেলার প্রকাশ করা হয়েছে, সেই একাউন্টের মালিক কেউ থানায় তলপ করেছেন পুলিশেরা। আর এই ছবির কারণেই বিজেপি এবং তৃণমূলের মধ্যে গসিপিংও কম হচ্ছে না। সত্যি কি এই ট্রেলার বাংলার সম্মান নষ্ট করছে, নিজেরাই জানুন, দেখে নিন সে ভিডিও। তারপর আপনারাই বিচার করুন যে কোনটা ঠিক আর কোনটা ভুল।

Advertisement

 

“দ্যা ডায়েরি অব দা ওয়েস্ট বেঙ্গল,” ভিডিও লিঙ্কhttps://youtu.be/Cx-in8d-3oo 

Advertisement
Continue Reading
Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.