সিঙ্গাপুর ওপেনে ডবলসেও হতাশ করল ধ্রুব-অর্জুন জুটি
Connect with us

খেলা-ধূলা

সিঙ্গাপুর ওপেনে ডবলসেও হতাশ করল ধ্রুব-অর্জুন জুটি

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: একমাত্র পিভি সিন্ধু বাদ দিয়ে শুক্রবার সিঙ্গাপুর ওপেনে সাফল্য ধরা দিল না ভারতীয় স্যাটেলারদের হাতে। শুক্রবার সকালেই মহিলাদের সেমিফাইনাল নিশ্চিত করেছিলেন পিভি সিন্ধু। কিন্তু সকলকে হতাশ করে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিল সাইনা নেওয়ালকে। পুরুষদের সিঙ্গেলসের কোয়ার্টার ফাইনালেও লড়াই করে হেরে যান এইচএস প্রণয়। ভরসা ছিল মেনস ডবলস জুটি এমআর অর্জুন এবং ধ্রুব কাপিলা। কিন্তু তাঁরাও পারলেন না।

শুক্রবার সিঙ্গাপুর ওপেনে পুরুষদের ডবলসে হেরে গেল এই ভারতীয় জুটি। শুক্রবার ধ্রুব-অর্জুন জুটিও দ্বিতীয় বাছাই মহম্মদ এহসান ও হেন্ড্রা সেটিয়াওয়ানের বিরুদ্ধে শুরুটা দুরন্ত করেছিল। দাপটের সঙ্গেই ২১-১০ পয়েন্টে প্রথম গেম জিতে নেয় ভারতীয় জুটি। ধ্রুব-অর্জুনের অসাধারণ নেট প্লের কাছেই প্রথম গেমে হেরে যায় বিপক্ষ।

দ্বিতীয় গেমেও ইন্দোনেশিয়ান জুটির বিরুদ্ধে সেয়ানে সেয়ানে টক্কর দিচ্ছিল ভারতীয় জুটি। বিরতিতে যাওয়ার আগে ভারতীয় জুটি ১১-১০ পয়েন্টে পিছিয়ে ছিল। কিন্তু, লড়াই করেও ১৮-২১ পয়েন্টে দ্বিতীয় গেম হেরে যান অর্জুনরা।
ম্যাচে সমতা ফিরিয়ে তৃতীয় গেমে একটু বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে ইন্দোনেশিয়ান জুটি। তবে ভারতীয় জুটিও এক ইঞ্চি জমি ছাড়েনি। কিন্তু শেষ সময়ে বাজিমাত করে যায় ইন্দোনেশিয়ান জুটি। লড়াই করেও ১৭-২১ পয়েন্টে তৃতীয় গেম হারতেই ধ্রুব-অর্জুনের বিদায় নিশ্চিত হয়ে যায়। এই নিয়ে টানা তৃতীয়বার এই ইন্দোনেশিয়ান জুটির বিরদ্ধে লড়াই করেও হারতে হল ভারতীয় জুটিকে।

Advertisement
Continue Reading
Advertisement