ফের কোচবিহারে উঠল পৃথক রাজ্যের দাবি
Connect with us

বাংলার খবর

ফের কোচবিহারে উঠল পৃথক রাজ্যের দাবি

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বুধবার চিলা রায়ের ৫১২তম জন্মবার্ষিকী উপলক্ষে মহারাজ অনন্ত রায়ের আমন্ত্রণে কোচবিহার গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানে রাজবংশী সম্প্রদায়ের উন্নয়নে একাধিক উদ্যোগের কথা ঘোষণা করেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় চলে যাওয়ার পর অনুষ্ঠানে হাজির হন বিজেপির মন্ত্রী এবং বিধায়করা।

গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক এবং আরও কয়েকজন বিধায়ক। সেখানে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের উপস্থিতিতে তুফানগঞ্জের বিজেপি বিধায়ক মালতী রাভা রায় আলাদা রাজ্যের দাবি তোলেন। এছাড়াও তিনি দাবী তোলেন, চিলা রায়কে পাঠ্য পুস্তকে স্থান দেওয়ার জন্য। গত বিধানসভা নির্বাচনে কোচবিহারবাসী দু’হাত ভরে আশীর্বাদ করেছিল বিজেপিকে।

কিন্তু রাজ্যে বিজেপির ভরাডুবি হয়। তারপরও কোচবিহারকে আলাদা রাজ্য করার দাবী থেকে সরেনি বিজেপি। সাংসদ জন বারলা আলাদা রাজ্যের দাবী তোলেন। তখন থেকেই এই দাবী উঠে আসছে। সামনেই পৌরসভা নির্বাচন। সুতরাং রাজবংশী ভোট বড় ফ্যাক্টর হয়ে উঠতে চলেছে কোচবিহারে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজবংশী সম্প্রদায়ের সঙ্গে সখ্যতা বাড়ানোর চেষ্টা করায় বিজেপি উত্তরবঙ্গে আলাদা রাজ্যের দাবী উসকে দিল। যাতে রাজবংশী ভোট হাতছাড়া না হয়ে যায়। যদিও কেন্দ্রীয় মন্ত্রী এই বিষয়ে মুখ খোলেননি। তবে তিনি কোচবিহারবাসীর মুক্তির দাবী করেছেন।

Advertisement