দেশের খবর
দুটি ট্রেনের সংঘর্ষে নিহত এর সংখ্যা ৩০০ এর ওপরে

বেঙ্গল এক্সপ্রেস: করমন্ডল এক্সপ্রেস সঠিক সময়ে হাওড়া শালিমার স্টেশন থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দেয় এই ট্রেন। বাংলা থেকে দক্ষিণ ভারতের যাওয়ার জনপ্রিয়তানের ট্রেনগুলোর মধ্যে একটি অন্যতম ট্রেন এই করমন্ডল এক্সপ্রেস। এই করমন্ডল ট্রেনে করে বাংলার অনেক মানুষ দক্ষিণে যায় চিকিৎসা করাতে কাজ করতে ও বিভিন্ন অন্যান্য দরকারে।
প্রতিদিনের ন্যায় বাংলা থেকে দক্ষিণ যাচ্ছিল করমন্ডল এক্সপ্রেস ৭ঃ০০ টার সময় উড়িষ্যার বালেশ্বর স্টেশন পার করতে না করতে হঠাৎ এক বিকট শব্দ করে এক্সপ্রেস এর গতি কমে আসে। আমার সাথে সাথে একাধিক ট্রেনের কামরা ডান দিকে ঝুকে পড়তে থাকে বিপদজনকভাবে।
আরও পড়ুন-মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে এবার জার্মানিতে, দেড় বছরের শিশুকে কেড়ে নিলেন জার্মানি সরকার
ট্রেনে উপস্থিত যাত্রীরা বলেন যে, ট্রেনের গতি কমার সঙ্গে সঙ্গেই কামরা ডান দিকে হেলতে শুরু করে দেয় আর সেই কারণে কামরার ভিতরে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। আর বেশি হুড়োহুড়ি করার কারণে ট্রেনের কামরা আরো অনেকটাই হেলে গিয়েছিল। আর এই রকম ভাবে প্রায় এক কিলোমিটার পথ অব্দি এগিয়ে গিয়েছিল এই ট্রেনটি।
পরবর্তীতে করমন্ডল এর বেলাইন হওয়া কামরা গিয়ে পড়ে পাশের ডাউন লাইনের উপর করমন্ডল এক্সপ্রেস এর কয়েকটি কামরা ডাউন লাইনের উপর আড়াআড়ি ভাবে গিয়ে পড়ে। জানা গিয়েছে যে, ট্রেন লাইনের সামনেই চলছিল একটি মালগাড়ি আর সেই মালগাড়িকে সোজা ধাক্কা মারে ট্রেনটি।
আর ঠিক সেই সময় উল্টো দিক থেকে আসছিল ব্যাঙ্গালোরে থেকে হাওড়া যাবার একটি এক্সপ্রেস ট্রেন। আর লাইনের উপর আড়াআড়িভাবে পড়ে থাকা করমন্ডল এক্সপ্রেস এর কয়েকটি কামরার উপর দিয়ে চলে যায় ব্যাঙ্গালোরে থেকে হাওড়া গামী সেই এক্সপ্রেস ট্রেনটি। আর এই সংঘর্ষের কারণে দুই ট্রেন থেকে যাত্রীরা ছিটকে গিয়ে বাইরে পড়ে। অনেক লোক আহত হয়েছে। যাত্রীদের উদ্ধারকাজ শুরু করেন ট্রেন কর্তৃপক্ষ ।