দেশের খবর
দেশে করোনার দৈনিক সংক্রমণ আরও কমল

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ওমিক্রন আতঙ্কের মধ্যেই দেশে করোনা আক্রান্তের সংখ্যা আরও কমল। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৭৮৪ জন। গোটা অতিমারী পর্বে এখনও পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩ কোটি ৪৭ লক্ষ ৩ হাজার ৬৪৪ জন।
আক্রান্তের সংখ্যা কমলেও গত একদিন দেশে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি হয়েছেন ২৫২ জন। এর মধ্যে ২০৩ জনই কেরলের। এখনও পর্যন্ত দেশে করোনায় মারা গিয়েছেন মোট ৪ লক্ষ ৭৫ হাজার ৮৮৮ জন। গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক সংক্রমণের হার কমে হয়েছে ০.৫৮ শতাংশ। দৈনিক আক্রান্তের সংখ্যা কমায় দেশে সক্রিয় রোগীর সংখ্যাও কমছে। গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় রোগী কমেছে ২ হাজার ৪৬৩ জন।
দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৮৮ হাজার ৯৯৩ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৯ লক্ষ ৯০ হাজার ৪৮২ জনের। এখনও পর্যন্ত দেশে মোট টেস্ট হয়েছে ৬৫ কোটি ৭৬ লক্ষ ৬২ হাজার ৯৩৩ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার টিকা নিয়েছেন ৬৬ লক্ষ ৯৮ হাজার ৬০১ জন। এখনও পর্যন্ত দেশে মোট টিকাকরণ হয়েছে ১৩৩ কোটি ৮৮ লক্ষ ১২ হাজার ৫৭৭ জনের।