দেশের খবর
দেশে দৈনিক সংক্রমণ নামল ৫০ হাজারের নিচে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গত কয়েকদিন ধরেই দেশে করোনার দৈনিক সংক্রমণের সংখ্যা নিম্নমুখী। রবিবারও তার ব্যতিক্রম হল না। আরও কমল করোনার দৈনিক সংক্রমণ। গত একদিনে সংক্রমণ নেমেছে ৫০ হাজারের নিচে। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৮৭৭ জন।
শনিবার আক্রান্ত হয়েছিলেন ৫০ হাজার ৪০৭ জন। এখনও পর্যন্ত দেশ করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৪ কোটি ২৬ লক্ষ ৩১ হাজার ৪২১ জন। সংক্রমণ কমার পাশাপাশি কমেছে দৈনিক সংক্রমণের হারও। গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক সংক্রমণের হার কমে হয়েছে ৩.১৭ শতাংশ। কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। গত কয়েকদিন ধরেই সংক্রমণ কমলেও মৃত্যুর সংখ্যা হাজারের ওপরেই ছিল। রবিবার দেশ করোনায় মৃত্যু হয়েছে ৬৮৪ জনের।
এর মধ্যে শুধুমাত্র কেরলেই মারা গিয়েছেন ৪২৭ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় বলি হয়েছেন মোট ৫ লক্ষ ৮ হাজার ৬৬৫ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন এক লক্ষ ১৭ হাজার ৫৯১ জন। দেশে গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১৪ লক্ষ ১৫ হাজার ২৭৯টি। এখনও পর্যন্ত দেশে টেস্ট করা হয়েছে মোট ৭৫ কোটি ৭ লক্ষ ৩৫ হাজার ৮৫৮ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার টিকা নিয়েছেন ৪৯ লক্ষ ১৬ হাজার ৮০১ জন। এখনও পর্যন্ত দেশে টিকাকরণ হয়েছে মোট ১৭২ কোটি ৮১ লক্ষ ৪৯ হাজার ৪৪৭ জনের।