দেশের খবর
দেশে দৈনিক সংক্রমণ সামান্য বেড়ে ৯ হাজারের ঘরে পৌঁছল

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গত কয়েকদিন ধরে দেশের দৈনিক করোনা সংক্রমণ ৮ হাজারের ঘরে ঘোরাফেরা করলেও বৃহস্পতিবার তা বেড়ে ৯ হাজারের ঘরে পৌঁছল। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৯ হাজার ৭৬৫ জন।
এর মধ্যে কেরলেই আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে পাঁচ হাজার জন। বাকি সব রাজ্যেই আক্রান্তের সংখ্যা হাজারের নিচে রয়েছে। গোটা অতিমারী পর্বে দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪৬ লক্ষ ৬ হাজার ৫৪১ জন। গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক সংক্রমণের হার ছিল ০.৮৯ শতাংশ। আক্রান্তের পাশাপাশি বৃহস্পতিবার মৃত্যুর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘন্টায় দেশে করোনার বলি হয়েছেন ৪৭৭ জন। এর মধ্যে ৪০৩ জনই কেরলের। বাকি রাজ্যগুলি মিলেয়ে মৃত্যু হয়েছে ৭৪ জনের। এখনো পর্যন্ত দেশে করোনায় প্রাণ হারিয়েছেন মোট ৪ লক্ষ ৬৯ হাজার ৭২৪ জন।
সংক্রমণ কমায় দেশে সক্রিয় রোগীর সংখ্যা কমেছে। তবে গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ৭৪০ জন। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৯৯ হাজার ৭৬৩ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১০ লক্ষ ৯৮ হাজার ৬১১টি। এখনও পর্যন্ত দেশে মোট টেস্ট হয়েছে ৬৪ কোটি ৩৫ লক্ষ ১০ হাজার ৯২৬ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার টিকা নিয়েছেন ৮০ লক্ষ ৯৮ হাজার ৭১৬ জন। এখনও পর্যন্ত দেশে টিকাকরণ হয়েছে মোট ১২৪ কোটি ১০ লক্ষ ৮৬ হাজার ৮৫০ জন।