দেশের খবর
দেশে সামান্য বাড়ল করোনার দৈনিক সংক্রমণ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গত কয়েকদিন ধরেই সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছে। লাখের নিচে আগেই নেমেছিল আক্রান্তর সংখ্যা। মঙ্গলবার আক্রান্তের সংখ্যা 70 হাজারের নিচে নেমে গিয়েছিল। তবে গত কালকের তুলনায় কিছুটা বেড়েছে সংক্রমণ।
বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৭১ হাজার ৩৬৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। সেখানে আগের দিন আক্রান্তের সংখ্যা ছিল ৬৭ হাজার ৫৯৭ জন। মঙ্গলবারের তুলনায় বুধবার দেশে সংক্রমণ বেড়েছে সাড়ে ৫ শতাংশ। এখনও পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৪ কোটি ২৪ লক্ষ ১০ হাজার ৯৭৬ জন। সংক্রমণ সামান্য বাড়লেও কমেছে দৈনিক সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক সংক্রমণের হার কমে হয়েছে ৪.৫৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছেন ১ হাজার ২২৭ জনের।
এর মধ্যে শুধুমাত্র কেরলেই মৃত্যু হয়েছে ৮২৪ জনের। দেশে এখনও পর্যন্ত করোনার বলি হয়েছেন মোট ৫ লক্ষ ৫ হাজার ২৭৯ জনের। পাশাপাশি বেড়েছে সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনা সংক্রমণ থেকে সুস্থ্য হয়ে উঠেছেন ১ লক্ষ ৭২ হাজার ২১১ জন। সারা দেশে এই মুহূর্তে সক্রিয় রোগী রয়েছেন ৮ লক্ষ ৯২ হাজার ৮২৮ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১৫ লক্ষ ৭১ হাজার ৭২৬ টি। দেশে এখনও পর্যন্ত টেস্ট হয়েছে মোট ৭৪ কোটি ৪৬ লক্ষ ৮৪ হাজার ৭৫০ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার টিকা নিয়েছেন ৫৩ লক্ষ ৬১ হাজার ৯৯ জন। দেশে এখনও পর্যন্ত করোনার টিকাকরণ হয়েছে ১৭০ কোটি ৮৭ লক্ষ ৬ হাজার ৭০৫ জনের।