দেশের খবর
দেশে প্রায় একই থাকল করোনার দৈনিক সংক্রমণ, কমেছে মৃত্যুর সংখ্যা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দেশে করোনার দৈনিক সংক্রমণ শুক্রবারের মতো ১৫ হাজারের নিচেই রইল শনিবার। এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৩১৩ জন।
সংক্রমণের দিক থেকে দেশের মধ্যে এখনও শীর্ষে থাকলেও কেরলে দৈনিক আক্রান্তের সংখ্যা নেমে এসেছে ৮ হাজারের নিচে। দ্বিতীয় স্থানে থাকা মহারাষ্ট্রে সংখ্যাটা ঘোরাফেরা করছে দেড় হাজারের নিচে। তামিলনাড়ুতে হাজারের আশপাশে নেমেছে দৈনিক সংক্রমণ। কর্নাটক এবং অন্ধ্রপ্রদেশেও ৫০০-র নিচে নেমেছে। তবে দুর্গাপুজোর পর থেকেই পশ্চিমবঙ্গে সংক্রমণ বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯৮২ জন। এখনও পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩ কোটি ৪২ লক্ষ ৬০ হাজার ৪৭০ জন। আক্রান্তের সংখ্যা প্রায় একই থাকলেও শুক্রবারের তুলনায় শনিবার কমেছে দৈনিক মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫৪৯ জনের।
এখনও পর্যন্ত গোটা অতিমারী পর্বে দেশে করোনার বলি হয়েছেন মোট ৪ লক্ষ ৫৭ হাজার ৭৪০ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১১ লক্ষ ৭৬ হাজার ৮৫০ জনের। এখনও পর্যন্ত দেশে মোট টেস্ট হয়েছে ৬০ কোটি ৭০ লক্ষ ৬২ হাজার ৬১৯টি। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার টিকা নিয়েছেন ৫৬ লক্ষ ৯১ হাজার ১৭৫ জন। এখনও পর্যন্ত দেশে মোট টিকাকরণ হয়েছে ১০৫ কোটি ৪৩ লক্ষ ১৩ হাজার ৯৭৭ জনের।