দেশের খবর
দেশে আবারও বাড়ল করোনার দৈনিক সংক্রমণ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বুধবার দেশের দৈনিক করোনা সংক্রমণ প্রায় ২ হাজার বাড়ল। তবে ১০ হাজারের ঘরেই রইল। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১০ হাজার ১৯৭ জন।
গোটা অতিমারী পর্বে এখনও পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩ কোটি ৪৪ লক্ষ ৬৬ হাজার ৫৯৮ জন। সংক্রমণ বাড়ার পাশাপাশি বেড়েছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি হয়েছেন ৩০১ জন। তার মধ্যে ২১০ জনই কেরলের। মহারাষ্ট্রে ৩৪, তামিলনাড়ুতে ১৫ এবং পশ্চিমবঙ্গে ১৪ জনের মৃত্যু হয়েছে। বাকি সব রাজ্যেই মৃত্যুর সংখ্যা ১০-এর নিচেই রয়েছে। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে মোট ৪ লক্ষ ৬৪ হাজার ১৫৩ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার দৈনিক সংক্রমণের হার ছিল ০.৮২ শতাংশ।
সংক্রমণ কমতেই কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় রোগী কমেছে ২ হাজার ২৩৮ জন। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ১ লক্ষ ২৮ হাজার ৫৫৫ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১২ লক্ষ ৪২ হাজার ১৭৭টি। এখনও পর্যন্ত দেশে মোট টেস্ট হয়েছে ৬২ কোটি ৭০ লক্ষ ১৬ হাজার ৩৩৬ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার টিকা নিয়েছে ৬৭ লক্ষ ৮২ হাজার ৪২ জন। এখনও পর্যন্ত দেশে টিকাকরণ হয়েছে মোট ১১৩ কোটি ৬৮ লক্ষ ৭৯ হাজার ৬৮৫ জনের।