গর্ভপাত নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের তীব্র সমালোচনা বর্তমান ও প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের
Connect with us

আন্তর্জাতিক

গর্ভপাত নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের তীব্র সমালোচনা বর্তমান ও প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের

Raju Dhara

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গর্ভপাত নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়ের তীব্র সমালোচনা করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সুপ্রিম কোর্টের এই রায় আমেরিকাকে আরও ১৫০ বছর পিছিয়ে দিল বলেও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। শুধু তাই নয়, এই ধরনের রায় দেওয়ার ক্ষেত্রে মার্কিন সুপ্রিম কোর্টের এক্তিয়ার আছে কিনা, সেই নিয়েও প্রশ্ন তুলেছেন বাইডেন। আর এই ইস্যুতে প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামাও সমর্থন করেছেন বর্তমান প্রেসিডেন্টকে।

উল্লেখ্য, মার্কিন মুলুকে মহিলাদের গর্ভপাত আইনসম্মত ছিল। কিন্তু সম্প্রতি সুপ্রিম কোর্ট মহিলাদের গর্ভপাতের ৫০ বছরের সাংবিধানিক অধিকার কেড়ে নিয়েছে। মার্কিন সুপ্রিম কোর্ট সম্প্রতি একটি রায়ে জানিয়েছে, গর্ভপাত মার্কিন মহিলাদের আর সাংবিধানিক অধিকার নয়। আর এই ঐতিহাসিক রায়ের বিরুদ্ধে শুক্রবার থেকেই আন্দোলনে নেমে পড়েছে একাধিক মার্কিন মহিলা সংগঠন। মহিলা সংগঠনের পাশাপাশি, মানবাধিকার কর্মীরাও বিভিন্ন জায়গায় এই রায়ের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। মার্কিন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল রীতিমতো হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, গর্ভপাত একটি মানবাধিকার। যতক্ষণ না এই রায় প্রত্যাহার হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাদের এই বিক্ষোভ ও আন্দোলন চলবে। এবার এই রায়ের বিরুদ্ধে মুখ খুললেন বর্তমান এবং প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টও।

সুপ্রিম কোর্টের এই রায়ের তীব্র সমালোচনা করে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘এই রায়ের মাধ্যমে মহিলাদের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এর ফলে আমেরিকায় ১৫০ বছর পিছিয়ে যাবে। এই রায়ের মধ্যে দিয়ে কট্টরপন্থীদের চিন্তা-ধারা প্রতিফলিত হচ্ছে।’ এরপরই তিনি পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘গর্ভপাত রুখতে যে সমস্ত রাজ্যে নতুন আইন তৈরি হবে, তা আটকাতে আমি আমার ক্ষমতা বলে যা যা করা সম্ভব, তাই তাই করব।’

Advertisement

সুপ্রিম কোর্টের এই রায়ের বিরুদ্ধে মুখ খুলেছেন প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তাঁর স্ত্রী মিশেল ওবামাও। এক টুইট বার্তায় বারাক ওবামা লিখেছেন, ‘সুপ্রিম কোর্ট শুধুমাত্র ৫০ বছরের আইনকেই বাতিল করেনি, সেই সঙ্গে মার্কিনদের স্বাধীনতার উপরও আক্রমণ করেছে।’ সুপ্রিম কোর্টের এই রায়কে অত্যন্ত হৃদয়বিদারক বলে আখ্যা দিয়েছেন বারাক ওবামার স্ত্রী তথা প্রাক্তন ফার্স্ট লেডি মিশেল ওবামাও। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও মার্কিন সুপ্রিম কোর্টের এই রায়ের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ‘এই রায় ভয়াবহ। আমার হৃদয় লক্ষ লক্ষ মার্কিন মহিলার জন্য কাঁদছে। যারা গর্ভপাতের আইনি অধিকার হারাতে চলেছেন। তবে আমাদের সরকার কানাডার মহিলাদের ইচ্ছার পক্ষেই রয়েছে।’

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.