বাংলার খবর
সরকারি অনুদান খরচের অডিট রিপোর্ট এক মাসের মধ্যে পুজা কমিটিগুলোকে জমা দেওয়ার নির্দেশ আদালতের

বেঙ্গল এক্সপ্রেস নিউজঃ গত বছরের মতো এ বছরও রাজ্যের সমস্ত পুজো কমিটিকে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি অর্থের ব্যয়ের অডিট রিপোর্ট পুজো শেষ হওয়ার এক মাসের মধ্যে পুজো কমিটিগুলোকে জমা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
পুজো কমিটিগুলোকে রাজ্য সরকারের ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়ার বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। আজ সেই মামলার শুনানি ছিল। বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চ সমস্ত নির্দেশ দিয়েছেন, সরকারি সাহায্যের অর্থ কোন কোন খাতে ব্যয় করা হচ্ছে, তা ২২ নভেম্বরের মধ্যে জানাতে হবে পুজো কমিটিগুলোকে।
করোনার কারণে পুজো কমিটিগুলো আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ায়, তাদের সাহায্যার্থে ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা গত বছর ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বছরও সেই অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তবে গত বছরও সরকারি অনুদানের অডিট রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল কমিটিগুলোকে।