বাংলার খবর
বন্ধ ফ্ল্যাট থেকে দম্পতির মৃতদেহ উদ্ধার

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: হাওড়ার চ্যাটার্জী হাট থানা এলাকায় একটি ফ্লাটে ভাড়া থাকতেন এক দম্পতি এবং তাঁদের দুই মেয়ে। রবিবার ঘরেই ছিল দম্পতি। দুই মেয়ে খাওয়া দাওয়ার পর আঁকার ক্লাসে যায়। তারা ফিরে এসে দেখেন ঘরের দরজা বন্ধ। কলিং বেল বাজানোর পাশাপাশি অনেক ডাকাডাকি করলেও তাদের ডাকে কেউ সারা দেয়নি।
এরপর তারা প্রতিবেশীদের খবর দিলে তারা পুলিশে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙে দু’জনের মৃতদেহ উদ্ধার করে। গৌতম মাইতি ঝুলন্ত অবস্থায় এবং মৌসুমি মাইতির মৃতদেহ মাটিতে পড়ে ছিলেন। এরপর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। সূত্রের খবর, ওই দম্পতির দুই মেয়ে একজন ক্লাস নাইনে এবং একজন ক্লাস থ্রিতে পড়ে।
জানা গিয়েছে, গৌতম মাইতি একটি পানশালায় কাজ করতেন এবং ফিরতেন রাত ১০ টা নাগাদ। পরিবার সূত্রে খবর, মৌসুমি মাইতি অতিরিক্ত ফেসবুক করতেন বলে দম্পতির মধ্যে প্রায়ই ঝামেলা লেগে থাকত। ফলে পুলিশের প্রাথমিক অনুমান দাম্পত্য কলহ থেকেই এই ঘটনা ঘটেছে। গৌতম মাইতি তাঁর স্ত্রীকে খুন করে নিজে আত্মঘাতী হয়েছে বলেই মনে করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে চ্যাটার্জী হাট থানার পুলিশ।