দেশের খবর
বেসরকারি প্রতিষ্ঠানে আরটিপিসিআর টেস্টের খরচ কমে হল ৫০০ টাকা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বেসরকারি ক্ষেত্রে করোনা টেস্টের খরচ আরও কমল পশ্চিমবঙ্গে। বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য কমিশনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। নতুন নির্দেশিকা অনুযায়ী রাজ্যের বেসরকারি হাসপাতাল, ল্যাবরেটরি এবং প্যাথলজিক্যাল সেন্টারে করোনা পরীক্ষার খরচ ধার্য করা হয়েছে ৫০০ টাকা।
আগে আরটিপিসিআর টেস্টের খরচ ছিল ৯৫০ টাকা। আরটিপিসিআর টেস্টের জন্য প্রয়োজনীয় সরঞ্জামের দাম বাজারে কমায় টেস্টের খরচও কমিয়ে ৫০০ টাকায় বেঁধে দিল রাজ্য সরকার। ২০২০ সালের ডিসেম্বরে আরটিপিসিআর টেস্টের খরচ ১ হাজার ২৫০ টাকা থেকে কমিয়ে ৯৫০ টাকা করেছিল রাজ্য। এবার আরও কমল টেস্টের খরচ।
Continue Reading