খেলা-ধূলা
আর্জেন্টিনা-চিলি ম্যাচ নিয়ে বাড়ছে বিতর্ক

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে চিলিতে অ্যাওয়ে ম্যাচ খেলতে গিয়ে হেনস্থা হওয়ার অভিযোগ তুললেন আর্জেন্টাইন মিডিও রডরিগো ডে পল। ম্যাচে অবশ্য আর্জেন্টিনা জিতেছে ২-১ গোলে। গোলপার্থক্যে পিছিয়ে পড়ে রাশিয়া বিশ্বকাপে যাওয়া হয়নি চিলির।
কাতারের টিকিটও তাদের হাতের নাগালে নেই। বৃহস্পতিবার রাতে ঘরের মাঠে জিতলে লিগ টেবিলে তাদের অবস্থান আরও একটু সুবিধাজনক হতো। সেই জন্য ইতিমধ্যেই বিশ্বকাপে পৌঁছে যাওয়া আর্জেন্টিনার ফুটবলারদের হেনস্থা করা হয়েছে, ইঙ্গিত রডরিগোর। অ্যাটলেটিকো মাদ্রিদের এই তারকা বলেছেন, ‘বিমান থেকে নামার পর আমাদের শৌচালয় ব্যবহার করতে দেওয়া হয়নি। শীতাতপ ব্যবস্থা বন্ধ রাখা হয়েছিল। পানের জন্য জল দেওয়া হয়নি। এমনকি গোটা সময়টা আমাদের কানের কাছে সাইরেন বাজানো হয়েছে। আমি কোনও অভিযোগ করছি না। তবে আর্জেন্টিনায় ম্যাচ খেলতে আসা ফুটবলারদের যাবতীয় সুযোগ-সুবিধার দিকে আমরা নজর রাখি।
‘ ম্যাচেও দুরন্ত খেলেন রডরিগো। দু’টি গোলের পিছনেই তাঁর ভূমিকা রয়েছে। ৯ মিনিটে তাঁর পাস থেকেই দলের প্রথম গোলটি করেন অ্যাঞ্জেল ডি’মারিয়া। ৩৪ মিনিটে তাঁর নেওয়া শট কোনওরকমে ঠেকান চিলির তারকা গোলরক্ষক ক্লদিও ব্রাভো। কিন্তু ফিরতি বল গোলে ঠেলতে ভুল করেননি লওতারো মার্টিনেজ। ২০ মিনিটে বেন ডিয়াজ একটি গোল শোধ করলেও ম্যাচ জিতেই মাঠ ছাড়ে কোপা চ্যাম্পিয়নরা। এদিন দুই লিওনেল- কোচ স্কালোনি এবং অধিনায়ক মেসিকে ছাড়াই চিলির বিরুদ্ধে নেমেছিল আর্জেন্টিনা। মেসির মতো ফুটবলারকে ছাড়া কঠিন ম্যাচ জিতে মার্টিনেজ, আলেজান্দ্রো গোমেজরা নিজেদের প্রমাণ করলেন বলেই মত সহকারী কোচ ওয়াল্টার স্যামুয়েলের।