বাংলার খবর
রাজ্যে পৌর ভোট করার মতো পর্যাপ্ত ইভিএম নেই কমিশনের হাতে! বিহার থেকে আসছে ইভিএম

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : পর্যাপ্ত ইভিএম নেই। তাই আসন্ন ১০৮টি পৌরসভা নির্বাচন এক দফায় করতে বাড়তি ইভিএম-এর খোঁজ শুরু করেছে রাজ্য নির্বাচন কমিশন। এই মুহূর্তে কয়েকটি সংস্থার সঙ্গে বিষয়টি নিয়ে কথা হয়েছে কমিশনার সৌরভ দাসের। বর্তমানে কমিশনের হাতে ২০ হাজার ৫০০-র মতো ইভিএম আছে।
যার মধ্যে স্ট্রং রুমে থাকা বেশ কিছু ইভিএম বিকল অবস্থায় পড়ে রয়েছে। ১৫ হাজার ইভিএম ঠিক মতো কাজ করছে বলে জানা গিয়েছে। এর আগে কলকাতা পুরভোটে সাত হাজারের কিছু বেশি ইভিএম ব্যবহার করা হয়েছিল। ১২ ফেব্রুয়ারি চার পুরনিগমের ভোটে সাড়ে তিন হাজারের মতো ইভিএম লাগবে। কমিশন সূত্রে খবর, ওই চার পুরনিগমের ভোট বাদ দিয়ে আর পাঁচ হাজারের মতো ইভিএম পড়ে থাকবে। এই সংখ্যক মেশিন দিয়ে যে ১০৮টি পৌরসভার নির্বাচন সম্পন্ন হবে না, তা স্পষ্ট করে দিয়েছে কমিশন। সেই কারণেই, নতুন করে ইভিএম প্রয়োজন। তাই ইভিএম আনার ব্যবস্থা করা হচ্ছে।
কমিশন সূত্রে জানা গিয়েছে, বিহার থেকে ১২ হাজারের মতো ইভিএম আনার কথা হয়েছে। গোটা বিষয়টা এখনও আলোচনার পর্যায়ে আছে। ইভিএম-এর এই অভাব আগেভাগেই আঁচ করতে পেরেছে কমিশন। সেই কারণে নতুন করে মেশিন কেনার পক্ষে সওয়াল করেছিলেন কমিশন কর্তারা। সেই কারণে, ২০১৯-এর ডিসেম্বর মাসে ইলেকট্রনিক্স কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড-এর সঙ্গে যোগাযোগ করেন রাজ্য নির্বাচন কর্তারা। তারপরও নতুন করে মেশিন কেনা হয়নি। এখন দেখার বিষয় কত তাড়াতাড়ি রাজ্য নির্বাচন কমিশন এই সমস্যার আশু সমাধান করতে সক্ষম হয়। যার ফলে রাজ্যের ১০৮ টি পৌরসভার নির্বাচনকে নির্বিঘ্নে পরিচালনা করতে পারে রাজ্য নির্বাচন কমিশন।