বাংলার খবর
গ্রুপ ‘সি’ নিয়োগে দুর্নীতি মামলায় অস্বস্তিতে কমিশন, নতুন করে হলফনামা জমা দেওয়ার নির্দেশ আদালতের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গ্রুপ ‘সি’ নিয়োগে দুর্নীতি মামলায় আরও বড় অস্বস্তির মুখে পড়ল স্কুল সার্ভিস কমিশন। মঙ্গলবার আদালতে জমা দেওয়া হলফনামায় মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে এসএসসি-এর থেকে পাওয়া সুপারিশপত্র অনুযায়ীই নিয়োগ করেছে পর্ষদ।
তারা কোনও সুপারিশ করেনি। এসএসসি তৃতীয় শ্রেণীর নিয়োগে প্যানেল বহির্ভূত ও অবৈধভাবে ৩৫০ জনের নিয়োগের অভিযোগ উঠেছিল। আদালত ইতিমধ্যেই ওই ৩৫০ জনের বেতন বন্ধের নির্দেশ দিয়েছে। এবার পর্ষদের এই হলফনামার পরই কমিশনকে নতুন করে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি আগামী ২৩ ডিসেম্বর। মঙ্গলবারের শুনানিতে বিচারপতি অভিজিৎ গগঙ্গোপাধ্যায় কমিশনকে নির্দেশ দিয়েছেন, গ্রুপ ‘সি’ তে কতগুলি পদ ফাঁকা ছিল, কত জনকে নিয়োগ করা হয়েছে, এখনও কত জনের নাম প্যানেলে রয়েছে, সব তথ্য নতুন করে হলফনামা আকারে আদালতের কাছে জমা দিতে হবে।
পাশাপাশি রাজ্য সরকারকেও হলফনামা দিয়ে জানাতে হবে জেলা স্কুল পরিদর্শকদের কাছে এইসব সুপারিশপত্রের প্রতিলিপি কাদের কাছ থেকে এসেছিল। সমস্ত তথ্য দেখার পরে এই মামলায় পরবর্তী নির্দেশ দেবেন বলে জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। উল্লেখ্য, পূর্ব মেদিনীপুর জেলায় গ্রুপ ‘সি’ পদে প্রায় ৪০০ ভুয়ো নিয়োগের অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টে মামলা করেন এক ব্যক্তি। যে ৪০০ জনকে ভুয়ো নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে, তাঁদের মধ্যে ৩৫০ জন ইতিমধ্যে নিয়োগপত্র পেয়ে গিয়েছেন বলে অভিযোগ। এর পরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওই ৩৫০ জনের বেতন বন্ধের নির্দেশ দেন।