দেশের খবর
আশঙ্কার মেঘ ঘন হচ্ছে, দেশে প্রথম ওমিক্রন আক্রান্তের মৃত্যু

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দেশে প্রথম ওমিক্রন আক্রান্তের মৃত্যু। ৫২ বছর বয়সি নাইজেরিয়া ফেরত ওই ব্যক্তি মহারাষ্ট্রের পিম্পরির হাসপাতালে ভর্তি ছিলেন। গত ২৮ ডিসেম্বর হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
জানা গিয়েছে, ১৩ বছর ধরে ডায়াবেটিস রোগে ভুগছিলেন ওই ব্যক্তি। ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে হার্ট অ্যাটাক লেখা হয়েছিল। করোনার কারণে যে তাঁর মৃত্যু হয়নি, সে কথাও বলা হয়েছিল। তবে বৃহস্পতিবারের এনআইভি রিপোর্ট প্রকাশ্যে আসার পর জানা যায় যে, ওই ব্যক্তি করোনার নয়া স্ট্রেন ওমিক্রনে আক্রান্ত ছিলেন।
এই বিষয়টি ইতিমধ্যেই নিশ্চিত করেছে মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতর। এই মুহূর্তে মহারাষ্ট্রে নতুন করে ১৯৮ জনের দেহে ওমিক্রন থাবা বসিয়েছে। গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৩৬৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ওই রাজ্যে ৪৫০ জন ওমিক্রনে আক্রান্ত। এই মুহূর্তে দেশে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৯৬০।