দেশের খবর
অপহৃত ভারতীয় কিশোরকে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করল চিনা সেনা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: তিনদিন পর সম্ভবত খোঁজ পাওয়া গেল অরুণাচল প্রদেশের নিখোঁজ কিশোরের। রবিবার চিনা পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) ভারতীয় সেনাকে জানিয়েছে, অরুণাচল প্রদেশের এক কিশোরকে খুঁজে পাওয়া গিয়েছে। তবে সেই কিশোর নিখোঁজ কিশোর কি না সে বিষয়ে স্পষ্ট নয়।
ভারতীয় সেনার তেজপুরের জনসংযোগ আধিকারিক লেফটেন্যান্ট কর্নেল হর্ষবর্ধন পান্ডে জানিয়েছেন, চিনা সেনার তরফে জানানো হয়েছে তাঁরা অরুণাচল প্রদেশ থেকে নিখোঁজ হওয়া কিশোরকে খুঁজে পেয়েছে। তাঁদের তরফে ওই কিশোরকে ভারতে ফেরানোর প্রক্রিয়া সম্পূর্ণ করা হচ্ছে। প্রসঙ্গত, মঙ্গলবার মিরাম তারন নামে ১৭ বছরের কিশোর তাঁর বন্ধুর সঙ্গে চিন সীমান্তের লুংটা জর এলাকায় শিকারে গিয়েছিলেন। তারপর থেকেই মিরামের খোঁজ পাওয়া যায়নি।
তবে তাঁর বন্ধু কোনক্রমে পালিয়ে এসে পুলিশকে সমস্ত ঘটনা জানায়। এরপর বুধবার পূর্ব অরুণাচল প্রদেশের কংগ্রেস সাংসদ তাপির গাও প্রথম টুইট করে বিষয়টি তুলে ধরেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ ভারতীয় সেনাবাহিনীকে টুইটে ট্যাগ করেন। চিনা সেনাদের বিরুদ্ধে অপহরণের অভিযোগ তোলেন তিনি। এরপরই তৎপর হয়ে ওঠে ভারতীয় সেনা। যদিও চিনের তরফে এই ঘটনার কথা অস্বীকার করা হয়।