ভাইরাল খবর
ব্যান্ড বাজিয়ে প্রথম দিন স্কুলে গেল সন্তান! অভিনব উদ্যোগ দিল্লির এক পরিবারের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: প্রথম স্কুলে যাওয়াটা সকলের কাছেই জীবনের একটা স্মরণীয় দিন হিসেবেই থেকে যায়। শিশুর কাছে তা বটেই, অভিভাবকদের কাছেও এটা একটা অবিস্মরণীয় দিন। সন্তানের প্রথম স্কুলে যাওয়ার মুহূর্তটাকে অনেকেই নানান ভাবে স্মরণীয় করে রাখতে চান।
অনেক শিশুই হাসতে হাসতেই স্কুল জীবনে প্রবেশ করে। আবার কেউ কেউ পরিত্রাহি কান্না দিয়ে। কিন্তু দিল্লিতে এক পরিবার অভিনব ভাবে তাদের সন্তানের প্রথম দিন স্কুলে যাওয়াকে পালন করল। সেই দৃশ্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। করোনার জন্য প্রায় দু’বছর দেশের সমস্ত স্কুল বন্ধ ছিল। সংক্রমণ কমতে শুরু করায় প্রায় সব রাজ্যেই স্কুল খুলতে শুরু করেছে। তবে দিল্লিতে স্কুল খুলে গিয়েছে বেশ কিছু দিন আগেই। কিন্তু স্কুলজীবনের প্রথম দিনটিকে স্মরণীয় করে রাখতে ওই পরিবার রীতিমতো ব্যান্ড পার্টি সহযোগে সন্তানকে স্কুলে নিয়ে গেল।
যা দেখে বাকি পড়ুয়াদের অভিভাবকরাও অবাক হয়ে গিয়েছেন। তবে অভিনবত্বের কারণে অনেকে প্রশংসাও করেছেন। সম্প্রতি @আইকাবেরী নামে টুইটার হ্যান্ডল থেকে সেই ব্যান্ড বাজিয়ে শিশুটির প্রথম দিন স্কুলে যাওয়ার ভিডিও শেয়ার করা হয়েছে। ভিডিওটিতে আবার ক্যাপশন লেখা হয়েছে, ‘দিল্লির একটা অভিনবত্ব আছে। সন্তানকে স্কুলে পাঠানোর প্রথম দিন ব্যান্ড বাজিয়ে উদযাপন করল পরিবার।’ এই ভিডিও দেখে অনেক যেমন প্রশংসা করেছেন, অনেকে আবার আফসোসের সুরে লিখেছেন, ‘আহা, যদি আমার প্রথম দিন স্কুলে যাওয়ার সময় এ রকম কিছু একটা হতো!’