ইসকনের রথযাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী, ব্রিগেডে আট দিন ধরে রথের মেলা
Connect with us

বাংলার খবর

ইসকনের রথযাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী, ব্রিগেডে আট দিন ধরে রথের মেলা

Raju Dhara

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: এবছর ইসকনের রথযাত্রা ৫১তম বছরে পড়ল। এই রথযাত্রাকে কেন্দ্র করে কলকাতায় ইসকন মন্দিরে প্রস্তুতি তুঙ্গে। ১ জুলাই দুপুর দু’টোয় দড়ি টেনে ইসকনের রথযাত্রার শুভসূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত দুই বছর করোনার কারণে রথযাত্রা নমো নমো করেই হয়েছিল। তাই এবারের রথযাত্রাকে ঘিরে একাধিক অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে ইসকন কর্তৃপক্ষ। বুধবার কলকাতা ইসকনের অন্যতম আধিকারিক রাধারমন দাস এই কথা জানিয়েছেন।

এবারের রথযাত্রা উপলক্ষে ১ জুলাই থেকে ৮ জুলাই, ৮ দিন ব্রিগেড ময়দান রথযাত্রা মেলার আয়োজন করেছে ইসকন কর্তৃপক্ষ। প্রতিদিন দুপুর সাড়ে তিনটে থেকে রাত্রি নটা পর্যন্ত খোলা থাকবে এই মেলা। সেখানে জগন্নাথ দেবের দর্শনের পাশাপাশি খিচুড়ি প্রসাদও বিতরণ করা হবে মেলায় আগত মানুষদের জন্য। ১ তারিখ ব্রিগেডে রথ পৌঁছানোর পরই এই খিচুড়ি বিতরণ শুরু হবে।

রাধারমন দাস জানিয়েছেন, পৃথিবীর প্রায় ১৫০ দেশের ভক্তরা এই মেলাতে অংশগ্রহণ করতে চলেছেন। এবং তাঁরা তাঁদের দেশের বিশেষ রান্না করা খাবার জগন্নাথ দেবকে ভোগ হিসেবে উৎসর্গ করবেন। এছাড়াও মেলায় থাকছে নাচ ও গানের বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে বিশিষ্ট নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ও নৃত্য পরিবেশন করবেন বলে জানা গিয়েছে। এছাড়াও দেশ-বিদেশের বিখ্যাত নৃত্য গোষ্ঠীর শিল্পীরা পয়লা জুলাই সকালে নিত্য পরিবেশন করবেন।

Advertisement

ইসকন কর্তৃপক্ষ জানিয়েছেন, ১ জুলাই দুপুর দু’টোর সময় শুরু হবে রথযাত্রা। হাঙ্গর ফোর্ড স্ট্রিট, এজেসি বোস রোড, শরৎ বোস রোড, হাজরা রোড, এসপি মুখার্জি রোড, এটিএম রোড, চৌরঙ্গী রোড, এক্সাইড ক্রসিং হয়ে জওহরলাল নেহরু রোড, আউট্রাম রোড হয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পৌঁছবে রথ। আগামী ৯ জুলাই, উল্টো রথযাত্রার দিন দুপুর বারোটার সময় ওই একই পথ হয়ে মিন্টো পার্কে ইসকনের মন্দিরে পৌঁছবে রথ।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.