পুলিশে মহিলাদের আরও বেশি করে যোগদানের পক্ষে সওয়াল মুখ্যমন্ত্রীর
Connect with us

বাংলার খবর

পুলিশে মহিলাদের আরও বেশি করে যোগদানের পক্ষে সওয়াল মুখ্যমন্ত্রীর

Raju Dhara

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ‘মহিলারাও পুলিশে আরও বেশি করে যোগদান করুন। উইনার্স বাহিনীর জন্য মহিলাদের নিয়োগ করা হচ্ছে। তিন মাসের ট্রেনিং দেওয়া হবে। পুলিশে মহিলারা বড় ভূমিকা নিক। সামনে মহিলারা থাকবে, পিছনে থাকবে পুরুষরা।’ বৃহস্পতিবার নবান্নে কলকাতা পুলিশের সংবর্ধনা অনুষ্ঠানে রাজ্য পুলিশে মহিলাদের ক্ষমতায়নের পক্ষে এই ভাবেই সওয়াল করলেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশে দ্রুত আরও নিয়োগ এবং শূন্যপদে নিয়োগের কথাও বলেছেন মুখ্যমন্ত্রী।

পুলিশে মহিলাদের ক্ষমতায়নের কথা বলার পাশাপাশি নিচু তলার পুলিশ কর্মীদের পাশেও দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী। আবার উচ্চপদস্থ পুলিশকর্মীদের ক্ষেত্রে কঠোর মনোভাবও দেখিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, ‘পুলিশের নিচুতলার কর্মীরাই রাজ্যের সম্পদ। পুলিশের একটা-দুটো ভুল হলেই সবাই সমালোচনা করে। এটা ঠিক নয়। ভুলে গেলে চলবে না, বিপদের সময় পুলিশই কিন্তু পাশে দাঁড়ায়। নিচুতলার কর্মীরা না থাকলে সাফল্য আসত না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছেন ওসি, এসআই, কনস্টেবলরা। নিচুতলার পুলিশকর্মীরা রাজ্যের সম্পদ। আমাদের রাজ্যের পুলিশের ওপর আমার সম্পূর্ণ আস্থা রয়েছে। বাংলার পুলিশ খুবই ভালো কাজ করে।’ এর পরই তিনি উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের উদ্দেশ্যে বলেন, ‘আমি সিগন্যালে গাড়ি থামাই। কেউ চলে যেতে চাইলে বাধা দিই। কিন্তু, পুলিশের অনেক কর্তা কনভয় নিয়ে চলে যান। এটা বদলাতে হবে। সাধারণ মানুষের রাস্তা আটকে উচ্চপদস্থ পুলিশ কর্তাদের কনভয় চলে যাওয়ায় মানুষ অসন্তুষ্ট হয়। প্রতিটি মানুষের সময়ের দাম আছে। পুলিশ বলে সিগন্যাল না মেনে চলে যাবেন, আর সাধারণ মানুষ আটকে থাকবে, এটা হতে পারে না।’

এদিনের এই অনুষ্ঠানে রাজ্য পুলিশকে আরেকটু স্মার্ট হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেছেন, ‘আমি বলব রাজ্যপুলিশকে কলকাতা পুলিশের মতো আরেকটু স্মার্ট হতে হবে। আরেকটু ভালো কাজ করতে হবে। তবে এর জন্য রাজ্য পুলিশের কোনও দোষ নেই। কলকাতা পুলিশের যা শক্তি রাজ্য পুলিশের নেই। আগে তো কিছুই ছিল না। আমরা আসার পর থানার সংখ্যা অনেক বাড়িয়েছি। পুলিশে আরও নিয়োগ করতে হবে। শূন্য পদগুলোতে দ্রুত নিয়োগ করতে হবে। রাজ্য পুলিশের ভাতায় বৈষম্য আছে। ডব্লিউবিসিএস-দের সমস্যার সমাধান করা হয়েছে। এবার পুলিশদের সমস্যাটা সমাধান করার আমরা চেষ্টা করছি।’

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.