আন্দোলনকারীদের কড়া বার্তা দিয়ে সিবিআইকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Connect with us

বাংলার খবর

আন্দোলনকারীদের কড়া বার্তা দিয়ে সিবিআইকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : আমতার ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর প্রতিবাদে মঙ্গলবার মহাকরণ অভিযান ঘিরে অচল হয়ে যায় কলকাতার এক বিরাট অংশ। বুধবারও পার্ক সার্কাস থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত মিছিল করে আলিয়া বিশ্ববিদ্যালয় বর্তমান এবং প্রাক্তন ছাত্র-ছাত্রীরা। এই মিছিলের জেরে এদিনও অবরুদ্ধ হয়ে যায় রাস্তাঘাট। যানজটে নাজেহাল হন সাধারণ মানুষ।

এবার সেই বিক্ষোভকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী বন্দোপাধ্যায়। বুধবার নবান্নে হুঁশিয়ারির সুরে মুখ্যমন্ত্রী বলেন, অভিযোগ সঠিক হলে সরকার তার ব্যবস্থা নেবে। কিন্তু অভিযোগ মিথ্যে হলে প্রশাসন কঠোর পদক্ষেপ করবে। এদিন আন্দোলনকারী ছাত্র-ছাত্রীদের কড়া বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘নিশ্চয়ই আপনাদেরও আন্দোলন করার অধিকার আছে। কিন্তু রাস্তা অবরোধ করে কী লাভ? তাতে তো মানুষের অসুবিধা হচ্ছে। কেউ অফিস থেকে ফিরবেন, কেউ স্কুলে যাবে, কেউ বাড়ি ফিরবেন, কেউ হাসপাতালে যাবেন, তাঁরা তো সমস্যায় পড়বেন! ৩০ বছর ধরে এই কালচার দেখে দেখে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি। আর বরদাস্ত করব না। এ কালচার বাংলা বহুদিন সহ্য করেছে। আর করবে না। অনেক হয়েছে। আন্দোলন সবাই করতে পারে, সে অধিকার সবার আছে! কিন্তু বাংলাকে কামড়াতে, আঁচড়াতে দেব না। রাজনৈতিক কারণে কেউ কেউ অতিরিক্ত করে ফেলছেন।

গত কাল কলকাতায় খুব ডিস্টার্বড ফিল করেছেন মানুষ। কেউ এয়ার পোর্টে যাওয়ার জন্য বেরিয়ে বিমান ধরতে পারেননি। আমিও আন্দোলন করে বড় হয়েছি। আমাকে যেন বেশি কেউ আন্দোলন না শেখায়। যাঁরা রাজনীতি করছেন, তাঁরা এটাও মনে রাখুন অবস্ট্রাকশন হল ফৌজদারি অপরাধ। একটা ঘটনা ঘটে যেতেই পারে। কিন্তু আগে দেখতে হবে সরকার পদক্ষেপ করছে কি না! সরকার যদি পদক্ষেপ না করে তখন বলতে পারেন। কিন্তু পদক্ষেপ করার পরও কেন এমন হচ্ছে। এটা কিসের চেষ্টা? কার স্বার্থ আছে এতে!’ পাশাপাশি মুখ্যমন্ত্রী এটাও পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে সরকার নিজে থেকে সিবিআই তদন্ত করবে না। মৃত আনিসের বাবা সালাম খান থেকে শুরু করে বিজেপি, বাম-সহ একাধিক রাজনৈতিক দলের সিবিআই তদন্তের দাবি এদিন খারিজ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাপসী মালিকের হত্যাকাণ্ড নন্দীগ্রাম কাণ্ড, রবীন্দ্রনাথের নোবেল চুরির তদন্ত নিয়ে সিবিআইকে খোঁচা দিয়েছেন তিনি। সিবিআই-এর পাশাপাশি এদিন সিপিএম, বিজেপি কটাক্ষ করতে ছাড়েননি মুখ্যমন্ত্রী।

Advertisement

বলেছেন, ‘সিপিএম বা বিজেপি-র স্বার্থ দেখার জন্য আমি আসিনি। মানুষের স্বার্থ দেখতে এখানে আছি। আমাদের এতটা দুর্বল ভাববেন না। সিপিএম এত কথা বলছে, দেখাতে পারবে ওরা কখনও কাউকে গ্রেফতার করেছে কি না? সিবিআই-ই বা কী তদন্ত করেছে! সিঙ্গুরে তাপসী মালিকের হত্যার কী হল? সিবিআই তো তদন্তভার নিয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পদকের রেপ্লিকা পাওয়া গিয়েছে? সেখানেও তো সিবিআই তদন্ত করেছে! হাথরস আর উন্নাওতেও তো সিবিআই তদন্ত করছে? এ সব আমরা জানি।’