ঢিমেতালে সরকারি প্রকল্পের কাজ নিয়ে পুরুলিয়া প্রশাসনিক বৈঠকে মেজাজ হারালেন মুখ্যমন্ত্রী
Connect with us

বাংলার খবর

ঢিমেতালে সরকারি প্রকল্পের কাজ নিয়ে পুরুলিয়া প্রশাসনিক বৈঠকে মেজাজ হারালেন মুখ্যমন্ত্রী

Raju Dhara

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গত একুশের বিধানসভা নির্বাচন এবং তার আগে লোকসভা নির্বাচনে গোটা রাজ্যজুড়ে দলের ফল ভালো হলেও পুরুলিয়াতে তৃণমূলের ফল আশানুরূপ হয়নি। এরপরই পুরুলিয়া নিয়ে নানা অভিযোগ এসেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তাই তৃতীয়বার রাজ্যের ক্ষমতায় আসার পরই সোমবার পুরুলিয়ার রবীন্দ্রভবনে প্রথম প্রশাসনিক বৈঠকে একাধিক বিষয় নিয়ে রীতিমতো ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী। একাধিক সরকারি প্রকল্পের কাজ গত চার-পাঁচ বছর ধরে ঝুলে থাকায় রীতিমতো মেজাজ হারালেন তিনি। নাম ধরে ধরে সেই সমস্ত প্রকল্পের তথ্য তুলে ধরে কেন ঢিমেতালে কাজ হচ্ছে, তা নিয়ে নির্দিষ্ট দফতরের আধিকারিক এবং জেলা শাসক রাহুল মজুমদারের কাছ থেকে কৈফিয়ত চাওয়ার পাশাপাশি রীতিমতো বকা-ঝকা করেন মুখ্যমন্ত্রী।


জেলা প্রশাসনের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘প্রকল্পের কাজগুলো কতদূর এগিয়েছে জানতে চাওয়া হলে খালি বলা হয়- ইট ইজ আন্ডার প্রসেস। কাজগুলো না করে আপনারা দিনের পর দিন ফেলে রেখে দেন।’ উন্নয়নের কাজ নিয়ে কোনরকম চালাকি বরদাস্ত করা হবে না বলেও এদিন হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। এরপরই যে সমস্ত প্রকল্পের কাজ দিনের পর দিন ধরে পড়ে রয়েছে, সেই সমস্ত প্রকল্পের নাম, বর্তমান অবস্থার ছবি এবং কতদিন ধরে পড়ে রয়েছে তা তুলে ধরে আধিকারিকদের গাফিলতিকেই দায়ী করেন মুখ্যমন্ত্রী। তারপরই হুঁশিয়ারির সুরে তিনি বলেন, ‘উন্নয়নের কাজ নিয়ে কোনও চালাকি চলবে না।’ তারপর কাজ করার ক্ষেত্রে প্রশাসনিক আধিকারিকদের অনীহা নিয়ে ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী তাঁদের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের দেখে তো মনে হয় না, কাজ করার কোনও উদ্যোগ বা ইচ্ছা আপনাদের আছে বলে।’ এরপরই বিলম্বিত প্রকল্পগুলোর তালিকা মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী। এবং প্রকল্পগুলো যাতে দ্রুত শেষ হয়, তার উপর কড়া নজর রাখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।


এদিনের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়ার ৩৫টি প্রকল্পের উদ্বোধন করেন। মোট ২৮৮ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেন তিনি। সেইসঙ্গে ৩৭টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.