বাংলার খবর
উচ্চমাধ্যমিকে কৃতী ও স্থানাধিকারী পড়ুয়াদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: শুক্রবার প্রকাশিত হয়েছে এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। তারপরই পরীক্ষায় পাস করা এবং স্থান পাওয়া কৃতী পড়ুয়াদের অভিনন্দন ও শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলাফল ঘোষণার পরই টুইট করে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আমাদের সফল পড়ুয়া এবং স্থানাধিকারীদের অভিনন্দন! আমাদের জেলার মেয়েরা এবং ছেলেরা অনুকরণীয় পারফরমেন্স করেছে, অন্যদিকে শহরের পড়ুয়ারাও আমাদের গর্বিত করেছে। অভিভাবক, শিক্ষক, বিদ্যালয়কে ধন্যবাদ। পর্ষদ দ্রুত ফলাফল ঘোষণা করেছে। আগামী বছরের সূচিও ঘোষণা করা হয়েছে। যারা প্রত্যাশার নিচে ফল করেছে তাদের অবশ্যই ভবিষ্যতে আরও ভালো করার চেষ্টা করতে হবে।’
শুক্রবার বেলা ১২টা নাগাদ এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা করেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য্য। এবারেও মেধাতালিকায় জেলার জয়জয়কার। ২৭২ জন প্রথম দশে রয়েছে। তারমধ্যে ১৪৪ জন ছাত্র, ১২৮ জন ছাত্রী। এই বছর ২ এপ্রিল শুরু হয়েছিল উচ্চমাধ্যমিক। শেষ হয়েছিল ২৭ এপ্রিল। পরীক্ষা শেষ হওয়ার ৪৪ দিনের মাথায় ফল প্রকাশ হল। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ৪৫ হাজার ৬৬। এর মধ্যে ছাত্র ৩ লক্ষ ৩৭ হাজার ২৮ জন। এবং ছাত্রীর সংখ্যা ৪ লক্ষ ৮ হাজার ৩৮ জন। পাশের হার ৮৮.৪৪ শতাংশ। সাত জেলায় পাশের হার সবচেয়ে বিশি। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, কালিম্পং, বাঁকুড়া রয়েছে প্রথম সাতে।
দু’বছর পর এই বছর নিয়ম মেনে অফলাইনেই নেওয়া হয়েছিল পরীক্ষা। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে মানা হয়েছিল সুরক্ষাবিধি। এ বারই প্রথম ‘হোম সেন্টার’-এ উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিল পরীক্ষার্থীরা। এদিন ফল ঘোষণার পাশাপাশি আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষারও দিনক্ষণ ঘোষণা করেছে সংসদ। আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৪ মার্চ থেকে। পূর্ণাঙ্গ সিলেবাসেই পরীক্ষা হবে বলে জানিয়েছে সংসদ।