দেশের খবর
আদালতের নির্দেশ মেনেই গঙ্গাসাগর মেলা করার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গঙ্গাসাগর মেলা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে অনেকদিন থেকেই। করোনা আক্রান্তের সংখ্যা বাড়ায় গঙ্গাসাগর মেলা বন্ধের দাবি তুলেছিল সমাজের একটা অংশ। বিষয়টি আদালত পর্যন্তও গড়ায়। অবশেষে মঙ্গলবার শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছে আদালত।
মেলা নিয়ে আদালতের নির্দেশকে সকলকে মেনে চলার অনুরোধ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কলকাতার আউট ট্রাম ঘাটে গঙ্গাসাগর মেলার উদ্বোধনে এসে মুখ্যমন্ত্রী বলেন, ‘আদালতের নির্দেশ সকলকে মেনে চলতে হবে। আরটি-পিসিআর টেস্ট ছাড়া গঙ্গাসাগর মেলায় যাওয়া যাবে না।’ পাশাপাশি করোনা পরিস্থিতি বিচার করে তাঁর পরামর্শ, একসঙ্গে বেশি মানুষ যেন মেলায় না যান। এদিন মুখ্যমন্ত্রী বলেছেন, ‘মেলায় এবার অধিক আয়োজন করার কোনও প্রয়োজন নেই। এবার যত ছোট করে সম্ভব মেলা করতে হবে। এবার বেশি হই-হুল্লোড় করার মতো পরিস্থিতি নেই। মেলায় কাজ করার মতো স্বেচ্ছাসেবী কর্মীরও অভাব রয়েছে। প্রত্যেকবার ভারত সেবাশ্রমের সদস্যরা অনেক কাজ করেন।
কিন্তু এবার ভারত সেবাশ্রমের তরফ থেকে জানানো হয়েছে, সদস্যদের অনেকেই করোনা আক্রান্ত অথবা তাঁদের পরিবারের কেউ না কেউ আক্রান্ত, তাই তাঁদের পক্ষ থেকে ভলান্টিয়ার পাঠানো সম্ভব হয়নি। পুলিশ আধিকারিকেরাও অনেকেই আক্রান্ত। আধিকারিকেরা জীবনের ঝুঁকি নিয়ে মেলার কাজ করছেন। করোনা মোকাবিলায় জীবন বাজী রেখে কাজ করছেন স্বাস্থ্যকর্মীরা। সাধুসন্তরাও প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন। মাস্ক পরুন, স্যানিটাইজার ব্যবহার করুন। কারও সর্দি-কাশি থাকলে আরটিপিসিআর টেস্ট করিয়ে নিন। ঝগড়া ঝাটি করবেন না। ছোট কোনও ঘটনার জন্য এমন কিছু করবেন না যাতে করোনা পরিস্থিতি হাতের বাইরে চলে যায়।’ প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের নির্দেশিকা মেনেই শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা। মেলা উপলক্ষ্যে পুণ্যার্থীদের ভিড়ও বাড়তে শুরু করেছে।