খেলা-ধূলা
সন্তোষ ট্রফি খেলা দুই ফুটবলারকে চাকরি দিলেন মুখ্যমন্ত্রী

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : রাজ্যের দুই দুস্থ ও প্রতিভাবান ফুটবলারকে চাকরি দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সদ্য সন্তোষ ট্রফি খেলে ফেরা বাংলা দলের দুই দুস্থ ও প্রতিভাবান ফুটবলার মনোতোষ চাকলাদার ও দিলীপ ওঁরাওকে চাকরি দিলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার, রাজ্য মন্ত্রীসভার বৈঠকে মুখ্যমন্ত্রী নিজের কোটা থেকে এই দুই উদীয়মান ফুটবলারকে সরকারি চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন।
আগামী ৯ মে’র মধ্যে এই দুই ফুটবলারের কাছে সরকারি চাকরির নিয়োগপত্র পৌঁছে যাবে বলে বৃহস্পতিবার নবান্নে জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। হুগলির চুঁচুড়ার ছেলে মনোতোষ চাকলাদারের আর্থিক অবস্থা খুব খারাপ। দু’দিন আগে কেরলের বিরুদ্ধে সন্তোষ ট্রফির ফাইনাল ম্যাচের আগের রাতেই ঝড়-বৃষ্টিতে মনোতোষের বাড়ির চাল উড়ে গিয়েছিল। তাঁর বাবা সামান্য রাজমিস্ত্রীর কাজ করেন। অপরদিকে, দিলীপ ওঁরাও নাগেরবাজারের কাজিপাড়ায় থাকেন। বাবা দমদম পৌরসভার সাফাইকর্মী।
মা অন্যের বাড়িতে কাজ করেন। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, মুখ্যমন্ত্রী এই দুই ফুটবলারের বর্তমান পরিস্থিতির খবর সংবাদমাধ্যম থেকে জানতে পেরেছেন। বাংলার হয়ে সদ্য সমাপ্ত সন্তোষ ট্রফিতে তাঁরা ভালো খেলেছেন বলেও শুনেছেন। তারপরই এই দুই ফুটবলারকে নিজের কোটা থেকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী। তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে রাজ্য ক্রীড়া মহল। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ দেখে বাংলার বহু ছেলে মেয়ে ফুটবল খেলতে এগিয়ে আসবে এবং অনেক প্রতিভা উঠে আসবে বলেই মনে করছে ময়দান।