দেউচা পাঁচামি নিয়ে নতুন ক্ষতিপূরণ প্যাকেজ ঘোষণা মুখ্যমন্ত্রীর
Connect with us

রাজনীতি

দেউচা পাঁচামি নিয়ে নতুন ক্ষতিপূরণ প্যাকেজ ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : ডেউচা পাঁচামি নিয়ে নতুন ক্ষতিপূরণ প্যাকেজ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়ানো হল ক্ষিপূরণ। দেউচা পাঁচামি নিয়ে অহেতুক রাজনীতি হচ্ছে। কিছু মানুষ জমিদাতাদের ভুল বোঝাচ্ছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে তিনি সরকারের ওপর সকলকে ভরসা রাখার অনুরোধ করেছেন। সরকার কারও থেকে জোর করে জমি নেবে না, উপযুক্ত ক্ষতিপূরণ দিয়েই জমি নেওয়া হবে বলেও সোমবার দাবি করেছেন মুখ্যমন্ত্রী।

সেই সঙ্গে এদিন দেউচা পাঁচামিতে জমিদাতাদের জন্য নতুন ক্ষতিপূরণ প্যাকেজ ঘোষণা করেছেন তিনি। এদিন মন্ত্রিসভার বৈঠকের পরই এই নতুন প্যাকেজ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। নতুন ক্ষতিপূরণ প্যাকেজ অনুযায়ী জমিদাতাদের ৫০০ স্কোয়্যারফিটের বদলে ৭০০ স্কোয়্যার ফিটের বাড়ি দেওয়া হবে। যাঁরা বাড়ি নেবেন না তাঁদের পাঁচ লাখের পরিবর্তে সাত লক্ষ টাকা করে দেওয়া হবে। এছাড়াও এককালীন দেড় লক্ষ টাকা করে পাবেন তাঁরা। আগের ঘোষণায় বলা হয়েছিল জমিদাতা প্রত্যেক পরিবারের একজন সদস্যকে জুনিয়র কনস্টেবল পদে চাকরি দেওয়া হবে। কিন্তু সোমবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী গ্রুপ ‘সি’ এবং কনস্টেবল পদেও চাকরি দেওয়া হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দেউচা পাঁচামি প্রকল্পটি হলে রাজ্যে ১০০ বছর বিদ্যুতের কোনও সমস্যা হবে না। বিদ্যুৎ আরও সস্তা হয়ে যাবে। সেই কারণে সকলকে সরকারের কাজে সাহায্য করার আবেদন জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেছেন, ‘পাঁচ রাজ্যের সঙ্গে লড়াই করে আমরা এই প্রকল্পটা পেয়েছি।

৩৫ হাজার কোটি টাকার বিনিয়োগ হবে। এই প্রকল্পটি হলে রাজ্যে ১০০ বছর বিদ্যুৎ নিয়ে সমস্যা হবে না। বিদ্যুৎ অনেক সস্তা হবে। সরকার জোর করে জমি নেবে না। জমিদাতাদের উপযুক্ত ক্ষতিপূরণ দিয়েই সরকার জমি নেবে। আমরা আর্থিক ক্ষতিপূরণ, চাকরি, বাড়ি সবকিছু দিচ্ছি। এই প্রকল্পটি হলে কয়েক লক্ষ কর্মসংস্থান হবে। ওখানকার বেশকিছু বেআইনি খাদান মালিক জমি দিতে বারন করছে। ঝাড়খণ্ডেরও বেশকিছু সংস্থা রয়েছে। সেই সঙ্গে বেশ কিছু পরিচিত মুখও স্থানীয় মানুষদের উসকাচ্ছে। গরিব মানুষের পেটের ভাত মেরে আমি কিছু করি না। এটা বাংলার মুখ। আমরা খাদান মালিকদেরও ক্ষতিপূরণ দেব। সরকার কারও কাছ থেকে জোর করে জমি নিচ্ছে না। আমাদের নিজস্ব জমি আছে। সেই জমিতে প্রকল্পের কাজ শুরু হবে। আরও যে জমির প্রয়োজন তা যদি সরকারের ক্ষতিপূরণ নিয়ে কেউ দেন তবে সেই জমি নেওয়া হবে।

Advertisement

না দিলে সেই জমি বাদ দিয়েই প্রকল্পের কাজ হবে। অনেক কষ্ট করে এই প্রকল্পটি হাতে পেয়েছি। কাউকে বঞ্চিত করব না। যাদের জমি নেই, তাদেরও ক্ষতিপূরণ দেব। আমাদের ওপর একটু বিশ্বাস রাখুন। কোনরকম জোরজবরদস্তি করা হবে না।’ এরপরই মুখ্যমন্ত্রী কার্যত হুমকির সুরে বলেন, ‘এই প্রকল্পটি হলে প্রচুর কর্মসংস্থান হবে। যদি এই প্রকল্পটি হাতছাড়া হয়, তাহলে সেই দায় যারা বাধা দিচ্ছেন তাদেরই নিতে হবে। আমি নিজে কৃষি জমি নিয়ে আন্দোলন করেছি। ২৬ দিন অনশন করেছি। আমি জানি। অন্য জমি আন্দোলনের সঙ্গে এটাকে গুলিয়ে ফেলবেন না। এখানে সরকার নিজে জমি নিচ্ছে, কোনও বেসরকারি সংস্থা নয়। এবং সরকার নিজেই প্রকল্পের কাজ করবে।’

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.