দেশের খবর
নারায়ণ দেবনাথের প্রয়াণে শোক প্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মঙ্গলবার সকালেই ৯৭ বছর বয়সে প্রয়াত হয়েছেন বাংলা কার্টুন ও কমিকসের প্রাণপুরুষ নারায়ন দেবনাথ। রাজ্যের পাশাপাশি গোটা দেশের শিল্প ও সাহিত্য মহলে নেমে এসেছে শোকের ছায়া। প্রখ্যাত শিল্পীর প্রয়াণে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রধানমন্ত্রী টুইটারে তাঁর শোক বার্তায় বাংলায় লিখেছেন, ‘শ্রী নারায়ণ দেবনাথ জী তাঁর কাজ, কার্টুন এবং ছবির মাধ্যমে বহু মানুষের জীবন উজ্জ্বল করে তুলেছিলেন। তাঁর বুদ্ধিদীপ্ত শক্তি তাঁর কর্মকাণ্ডে প্রতিফলিত হয়েছে। তাঁর সৃষ্ট চরিত্রগুলি আজীবন জনপ্রিয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে ব্যথিত। তাঁর পরিবার ও ভক্তদের প্রতি সমবেদনা জানাই। ওম শান্তি।’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তাঁর শোক বার্তায় বলেছেন, ‘বিশিষ্ট শিশুসাহিত্যশিল্পী ও কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৯৭ বছর।
বাঁটুল দি গ্রেট, হাঁদা ভোঁদা, নন্টে ফন্টে, বাহাদুর বেড়াল প্রভৃতি চরিত্রের স্রষ্টা নারায়ণ দেবনাথ সব বয়সের পাঠকের মনে চিরস্থায়ী আসন লাভ করেছেন। পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ২০১৩ সালে ‘বঙ্গবিভূষণ’ সম্মান প্রদান করে। রাষ্ট্রপতি পুরস্কার, পদ্মশ্রী সম্মান, সাহিত্য অকাদেমি পুরস্কার ছাড়াও তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ডি লিট ডিগ্রি পান। তাঁর প্রয়াণে কমিকস্ শিল্প জগতের এক অপূরণীয় ক্ষতি হল। আমি নারায়ণ দেবনাথের পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’ শারীরিক অসুস্থতা নিয়ে গত ২৫ দিন ধরে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন নারায়ণ দেবনাথ। শনিবার রাতেই তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়। তারপর তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল। কিন্তু আজ সকালে হঠাৎই তাঁর অবস্থার অবনতি হয় এবং সকাল দশটা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।