বাংলার খবর
রাজ্যের সব আদালতেই ভার্চুয়াল শুনানির নির্দেশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা ও ওমিক্রন সংক্রমণ। এই উদ্বেগজনক পরিস্থিতিতে ভার্চুয়াল শুনানির সিদ্ধান্ত নিল কলকাতা হাইকোর্ট। রাজ্যে ক্রমবর্ধমান করোনা সংক্রমণের কথা মাথায় রেখেই শনিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। এই মুহূর্তে আদালতে শীতকালীন ছুটি চলছে।
আগামী তিন তারিখ, সোমবার থেকেই খোলার কথা আদালত। হাইকোর্ট ছাড়াও রাজ্যের সমস্ত জেলার নিম্ন আদালতেও এই নির্দেশ কার্যকর হতে চলেছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে বলে জানানো হয়েছে। এমনকী জলপাইগুড়িতে যে সার্কিট বেঞ্চ রয়েছে তাও আপাতত বন্ধ থাকছে। প্রধান বিচারপতির নির্দেশিকায় বলা হয়েছে, শুধুমাত্র জামিনের মামলাগুলির ক্ষেত্রে সরকারি আইনজীবীরা সশরীরে আদালতে উপস্থিত হতে পারবেন।
আপাতত ৬৬ জন অর্থাৎ দুই-তৃতীয়াংশ কর্মী নিয়েই চলবে উচ্চ আদালতের কাজ কর্ম। জরুরী দফতরের কর্মীরা ছাড়া বাকি অন্যান্য দফতরের কর্মীদের প্রয়োজনে জরুরি বিভাগে স্থানান্তরিত করা হতে পারে। এছাড়া নির্দেশিকায় মাস্ক পরা, সামাজিক দূরত্ব বিধি মেনে চলা, স্যানিটাইজেশন এবং করোনা বিধি মেনে চলার কথা বলা হয়েছে।