ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের ফেরানোর চেষ্টা চালাচ্ছে কেন্দ্র
Connect with us

আন্তর্জাতিক

ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের ফেরানোর চেষ্টা চালাচ্ছে কেন্দ্র

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গত কয়েকমাস ধরেই আশঙ্কা চলছিল রাশিয়া ইউক্রেনে আক্রমন চালাতে পারে। সেই আশঙ্কা মাথায় রেখেই ভারত সরকার গত ১৫ ফেব্রুয়ারি ইউক্রেনে থাকা ভারতীয়দের দেশে ফেরত আসার নির্দেশ দেয়। এরমধ্যে আচমকাই গত বৃহস্পতিবার ভোর রাত থেকেই ইউক্রেনে আক্রমন চালাতে শুরু করে রাশিয়া।

ফলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠেছে। তবে এই যুদ্ধ পরিস্থিতিতে ভয়ানক উদ্বেগে রয়েছে ভারত। তার কারণ, ইউক্রেনে আটকে রয়েছেন বেশকিছু ভারতীয়। তাঁদের মধ্যে বেশিরভাগই ছাত্র-ছাত্রী। তাঁদেরকে দেশে ফেরানোর সবরকম চেষ্টা চালানো হচ্ছে সরকারের পক্ষ থেকে।

তবে ইউক্রেনের ভারতীয় দূতাবাস থেকে পরামর্শ দেওয়া হয়েছে, বিভিন্ন সীমান্ত চেকপোস্টের পরিস্থিতি যথেষ্ট সংবেদনশীল। তাই ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ না করে যেন ভারতীয়রা সীমান্তের চেকপোস্টে না যান। ভারতীয়দের উদ্ধারের জন্য ইতিমধ্যে বিদেশ মন্ত্রকের তরফ থেকে একটি টোল ফ্রি নম্বর চালু করা হয়েছে। সব মিলিয়ে ভারতীয়দের ফিরিয়ে আনার ক্ষেত্রে পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Advertisement