কেকে-এর মৃত্যুতে সিবিআই তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি কলকাতা হাইকোর্টের
Connect with us

বাংলার খবর

কেকে-এর মৃত্যুতে সিবিআই তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি কলকাতা হাইকোর্টের

Raju Dhara

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বলিউডের প্রখ্যাত সঙ্গীতশিল্পী কেকে-এর মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ এই মামলা দায়ের করার অনুমতি দিয়েছে। জানা গিয়েছে, কেকে-এর মৃত্যু নিয়ে সিবিআই তদন্তের দাবি জানিয়ে জনস্বার্থ মামলাটি দায়ের করার আবেদন জানিয়েছেন আইনজীবী রবি শঙ্কর চট্টোপাধ্যায়।

উল্লেখ্য, কেকে-এর মৃত্যুর ঘটনায় গাফিলতি অভিযোগ তুলে কলকাতার পুলিশ কমিশনার, গুরুদাস কলেজে অধ্যক্ষ এবং নজরুল মঞ্চ কর্তৃপক্ষকে সৌম্যশুভ্র রায় নামে এক আইনজীবী আগেই আইনি নোটিশ পাঠিয়েছেন বলে জানা গিয়েছে। সেই চিঠিতে তিনি কার্যত হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, কেকে-এর মৃত্যুর ঘটনা নিয়ে যদি তাঁরা সঠিক পদক্ষেপ গ্রহণ না করেন, তাহলে কেকে-র মৃত্যুর আসল কারণ খুঁজতে প্রত্যেকের বিরুদ্ধে আগামী সপ্তাহে তিনি কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করবেন। ওই চিঠিতে ওই আইনজীবী এও জানিয়েছেন, পুলিশ, প্রশাসন, কলেজ কর্তৃপক্ষ, নজরুল মঞ্চ কর্তৃপক্ষ বা কাদের গাফিলতির জন্য কেকে-এর মৃত্যু হয়েছে, তা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে যথাযথ তদন্তের প্রয়োজন রয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় নজরুল মঞ্চে গুরুদাস কলেজের ফেস্টে সঙ্গীত পরিবেশন করার পরেই হোটেলে ফিরে অসুস্থ হয়ে পড়েন বলিউডের প্রখ্যাত গায়ক কেকে। তারপরই তাঁকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় সিএমআরআই হসপিটালে। কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই গায়কের মৃত্যু নিয়ে বিভিন্ন মহল থেকে নজরুল মঞ্চের অব্যবস্থা এবং ফেস্টের আয়োজক কলেজ ইউনিয়ন ও পুলিশ প্রশাসনকেই কাঠগড়ায় তোলা হচ্ছে। নজরুল মঞ্চের আসন সংখ্যা ২ হাজার ৪৮২টি। কিন্তু অভিযোগ, সেদিনের সেই অনুষ্ঠানে প্রায় আট হাজার মানুষ সেখানে উপস্থিত ছিলেন। এমনকি নজরুল মঞ্চের এসি’ও বন্ধ থাকার অভিযোগ ওঠে। অতিরিক্ত উন্মাদনায় ফায়ার এক্সটিংগুইজার থেকেও স্প্রে করা হয় বলে অভিযোগ। আর তাতেই গায়ক আরও অসুস্থ হয়ে পড়েন। অত্যধিক গরমের জন্য বারবার ব্যাকস্টেজে গিয়ে কেকে-কে ঘাম মুছতেও দেখা যায়। গরমের জন্য তিনি বারংবার স্পট লাইট বন্ধ করার অনুরোধ করেছিলেন। কিন্তু তারপরও সেই লাইট বন্ধ করা হয়নি বলেও অভিযোগ উঠেছে। এই ধরনের একগুচ্ছ অভিযোগ তুলে সরকার ও শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। এই চাপানউতরের মধ্যেই এবার কেকতদন্তে-এর মৃত্যুতে সিবিআই তদন্তের জন্য জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.