বাংলার খবর
আবার ৬ শিক্ষকের চাকরি বাতিল করল কলকাতা হাইকোর্ট

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : ৬ শিক্ষকের চাকরি বাতিল করার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। সোমবার তিনি ওই নির্দেশ দিয়েছেন। বেশি নম্বর পাওয়া প্রার্থীদের বঞ্চিত করে ওই ছয় শিক্ষককে চাকরি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছিল। মুর্শিদাবাদ জেলায় বিভিন্ন স্কুলে নবম-দশম শ্রেণির অংকের শিক্ষক হিসেবে চাকরি পেয়েছিলেন ওই ছয়জন।
স্টেট লেভেল সিলেকশন টেস্ট বা এসএলএসটিতে তাঁদের নিয়োগ করা হয়েছিল। পরে নিয়োগ পদ্ধতি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়। সেই মামলাতে স্কুল সার্ভিস কমিশনের কাছে জবাব তলব করে আদালত। কমিশনের সেই রিপোর্ট খতিয়ে দেখে বিচারপতি চাকরি বাতিলের রায় দেন। কমিশনের তরফে আদালতের কাছে স্বীকার করে নেওয়া হয় যে নিয়োগ প্রক্রিয়ায় ভুল হয়েছিল। বিচারপতি রীতিমতো ভর্ৎসনা করে মন্তব্য করেছেন, নিয়োগে ইচ্ছাকৃত ভুল হয়েছে। এই নিয়োগের ফলে সরকারের যে টাকা খরচ হয়েছে, তা পুনরুদ্ধারের নির্দেশও দিয়েছে হাইকোর্ট। মুর্শিদাবাদের জেলা বিদ্যালয় পরিদর্শককে এক সপ্তাহের মধ্যে এই নিয়োগ সংক্রান্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।