Uncategorized
বরযাত্রী বোঝাই বাস উল্টে গেল নদীতে! বর-সহ মৃত ৯

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আনন্দের মধ্যেই বিষাদ লুকিয়ে আছে কে জানতো। দুই পরিবার এক হবে, পাত্র-পাত্রীর বিয়ে হবে। ফলে দুই বাড়িতেই উৎসবের পরিবেশ তৈরি হয়েছিল। অতিথিদের আনাগোনাও শুরু হয়েছিল। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ টিকলো না।
বর সেজে বিয়ে করতে যাবে আর কনেকে নিয়ে আসবে। এটাই নিয়ম। কিন্তু বিয়েবাড়ি যাওয়ার পথে নদীতে পড়ে গেল বরযাত্রীর বাস। ঘটনায় বর সহ ৯ জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রাজস্থানের কোটায়। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, উজ্জ্বয়নে বিয়ের জন্য যাচ্ছিল গাড়িটি।
সেই সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি চম্বল নদীতে পড়ে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও জেলা প্রশাসনের কর্মীরা। দ্রুত শুরু হয় উদ্ধারকাজ। গাড়িটি জল থেকে তোলা হয়েছে। দেহগুলিও উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে, এই ঘটনায় টুইটে শোকপ্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট।