দেশের খবর
অসুস্থ প্রৌঢ়াকে হাসপাতালে পৌঁছে দিল বিএসএফ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গত কয়েকমাস ধরেই বিএসএফ নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিএসএফের সীমানা বৃদ্ধি নিয়ে রাজ্য-কেন্দ্র সংঘাতে চরমে উঠেছে। অনেক সময়ই বিএসএফের বিরুদ্ধে অনেক অভিযোগ ওঠে। কিন্তু বিএসএফ যে দেশের মানুষের নিরাপত্তা দেওয়া এবং দেশকে রক্ষা করে আমরা সবাই জানি।
কিন্তু শুধু সীমান্তে পাহাড়া দেওয়াই নয়, অনেক মানবিক কাজও করে থাকে তারা। ঠিক সেই রকমই বিএসএফ-এর এক মানবিক কাজের ঘটনা সামনে এল। এক অসুস্থ প্রৌঢ়াকে হাসপাতালে পৌঁছে দিল বিএসএফ। দীর্ঘদিন ধরেই জ্বরে ভুগছিলেন কোচবিহারের কুচলিবাড়ির ৯৯ ফুলকাডাবরির জ্ঞানবালা রায় (৫৫) নামে এক প্রৌঢ়া। বৃহস্পতিবার বিকেলে তাঁর শ্বাসকষ্ট শুরু হয়।
জ্ঞানবালাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য গাড়ি না পেয়ে পরিবারের সদস্যরা বিএসএফের ৪০ নম্বর ব্যাটেলিয়নের দ্বারস্থ হন। এরপর বিএসএফ জওয়ানরা ওই প্রৌঢ়াকে উদ্ধার করে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যান। তাঁর স্বামী রামচন্দ্র রায় জানিয়েছএন, ‘স্ত্রীকে দ্রুত হাসপাতালে নিয়ে আসায় বেঁচে গিয়েছেন। বর্তমানে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’ এজন্য বিএসএফকে ধন্যবাদ জানিয়েছে প্রৌঢ়ার পরিবার।