Uncategorized
ডিজের তালে আত্মীয়দের সঙ্গে নাচায় হবু স্ত্রীকে চড় পাত্রের, বিয়ের আসরেই তুতো ভাইয়ের গলায় মালা পরালেন পাত্রী!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রীতি মেনে বিয়ের আগের দিন ছিল রিসেপশন। মানে খাওয়া-দাওয়া, নাচ-গানের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে ছিল ডিজের ব্যবস্থাও। আর ডিজের লোভ সামলাতে পারেননি কনেও। ডিজের তালে নাচে মেতে ওঠেন হবু বধূ। কিন্তু ব্যাপারটা একেবারেরই পছন্দ হয়নি হবু বরের।
মেজাজ হারিয়ে আমন্ত্রিত অতিথিদের সামনেই হবু স্ত্রী’কে চড় মেরে বসেন বর। তবে ঘটনা এখানেই থেমে থাকেনি। এই ভাবে অপমানিত হয়ে চমকপ্রদ সিদ্ধান্ত নেন হবু স্ত্রী’ও। হবু বরের বদলে তুতো ভাইয়ের গলায় বিয়ের মালা পরিয়ে দেন! ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুতে। ওই তরুণীর বাড়ি কুড্ডালোর জেলার পানরুতিতে। অভিযুক্ত তরুণের বাড়ি একই জেলার পেরিয়াকাট্টুপালায়মে। জানা গিয়েছে, গত বছরের ৬ নভেম্বরে দু’জনের বাগদান হয়েছিল। আর বিয়ের অনুষ্ঠান ছিল গত ২০ জানুয়ারি। তার আগের দিন, অর্থাৎ ১৯ তারিখ স্থানীয় প্রথা অনুযায়ী ছিল বিয়ের খাওয়া-দাওয়া ও আনন্দ অনুষ্ঠান। সেখানেই ঘটে বিপত্তি। ওই তরুণী আত্মীয় ও বন্ধুদের সঙ্গে ডিজের তালে নাচছিলেন।
তখন এক আত্মীয় হবু বর ও বধূর হাত ধরে নাচতে শুরু করেন। যা একেবারেই পছন্দ হয়নি বরের। তিনি ওই তরুণের থেকে নিজের এবং তাঁর হবু বধূর হাত ছাড়িয়ে নেন। এরপর তিনি হবু স্ত্রী এবং ওই আত্মীয়কে ধাক্কা মারেন। কনে পক্ষের অভিযোগ, এরপর ভরা অনুষ্ঠানেই সকলের সামনে নিজর হবু স্ত্রীকে চড় মারেন হবু বর। এরপরই কড়া সিদ্ধান্ত নেন তরুণী। একটুও না ভেবে সকলের সামনেই পরিবারকে তিনি জানিয়ে দেন, এই ছেলেকে তিনি বিয়ে করবে না। আর তাঁর এই সিদ্ধান্তকে মেনেও নেয় মেয়ের পরিবার। তবে বিয়ে হয়েছে।
এরপরই নিজের এক তুতো ভাইকে বিয়ে করেন ওই তরুণী। বিয়েতে প্রত্যাখ্যাত হয়ে পানরুতি মহিলা থানায় অভিযোগ দায়ের করেছেন ওই তরুণ। তাঁর অভিযোগ, হবু বউকে তিনি প্রশ্ন করেছিলেন, কেন অন্যদের সঙ্গে নাচ করছেন। তার উত্তরে তরুণী বলেন, তাঁর ইচ্ছে। মেয়ের পরিবার তাঁকে হেনস্তা করেছে এবং হুমকি দিয়েছে বলেও অভিযোগ করেছেন ওই তরুণ। তরুণীও সাফ জানিয়ে দিয়েছেন, তাঁর পরিবার বিয়ের অনুষ্ঠানের জজন্য যে লক্ষ টাকা খরচ করেছে, সেই টাকা ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে ছেলের পরিবারকে!